TRENDING:

ঝাঁকে ঝাঁকে পাখি! শীতের মরশুমে কিচিরমিচির মন ভরাবে আপনার...চলে আসুন পরিযায়ীদের ভিড়ে!

Last Updated:

সুন্দরবনের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে একদিনের হাতে সময় নিয়ে বোর্ডে থেকে শুরু করে সুন্দরবনের জঙ্গল মনোরম পরিবেশ একদম হাতের নাগালে খুব কাছ থেকে সুন্দরবন দর্শন করতে ঘুরে আসতে পারেন পাখিরালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: প্রতিদিন অফিস করে করে শরীর মন অবসন্ন। ক্যালেন্ডার বলছে উৎসবের মরশুম চলছে। শরীরের থেকেও মন বেশি ক্লান্ত। এই ক্লান্তি কাটানোর একটা দাওয়াই দিতে পারি। বেড়াতে যাওয়ার প্ল্যান করুন। সঙ্গী কিংবা বন্ধুবান্ধব যেই সঙ্গে থাকুক না কেন, হাওয়া বদল করুন। উইকেন্ড হোক বা পুজোর ছুটি সোজা ঘুরে আসুন মনের মতো জায়গা থেকে।
advertisement

খুব কম খরচে জঙ্গল ঘেষা নদী এই সুন্দরবন মন কাড়ে সবার। শুধু বাঘ বা হরিণ নয়, সুন্দরবনের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে একদিনের হাতে সময় নিয়ে ঘুরে আসতে পারেন পাখিরালয়। শীতকালে সারা মাস সুন্দরবনে পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ে পর্যটকদের।

আরও পড়ুন- অধ্যাপকের সঙ্গে লিফটে ‘একা’, নেমেই প্রাণপণ ছুট ছাত্রীর! কী হল তাঁর সঙ্গে…শিউরে উঠবেন!

advertisement

মাতলা নদীর পাড়েও চলছে পিকনিকের দেদার আসর। মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায়। সুন্দরবনের এই সমস্ত পাখিরালয় এলাকার পর্যটন কেন্দ্রে গুলিতে রাত্রিবাস করে এই খেয়াঘাটে চলে আসেন পর্যটকরা। তারপর বেরিয়ে পড়েন সুন্দরবনের বনি ক্যাম্প, কলস ক্যাম্প বা দো বাঁকি ঘুরে সজনেখালি, সুধন্যখালি দেখার উদ্দেশ্যে। বোট বা লঞ্চে করে যাওয়ার পথে একবার বাঘের দেখা পাওয়া গেলে তাঁদের বাড়তি আনন্দ।

advertisement

আরও পড়ুন- দারুণ! বিনা পয়সার এক পাতাতেই ঘায়েল হাজার ‘রোগ’…! দাঁতে ব্যথা, পেটের রোগ বলবে ‘বাই’, কী ভাবে খাবেন?

আরও পড়ুন- বোঁচা না চোখা? নাকই বলে দেবে কে কেমন ‘মানুষ’…! মিলিয়ে দেখে নিন যারটা জানতে চান

কিন্তু সুন্দরবন গেলেই যে বাঘের দেখা মিলবে, এমন ভাগ্য সবার থাকে না। তবে, এই শীতে পাখিরালয় গেলে দেখা মিলতে পারে বিভিন্ন জীবজন্তুর, বিশেষত পাখির। আর ভাগ্য সহায় হলে বাঘও দেখতে পাবেন। সুন্দরবনের সবুজে ঘেরা দ্বীপগুলোর মধ্যে অন্যতম পাখিরালয়। এখানেই রয়েছে পাখিরালয় বন্যপ্রাণ অভয়ারণ্য।

advertisement

আরও পড়ুন- মানুষের পর পৃথিবীর দখল নেবে কোন প্রাণী? বিজ্ঞানীরা যা বললেন…ভাবতেও পারবেন না!

ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে অজস্র পাখির দেখা মিলবে এই পাখিরালয়ে। তার সঙ্গে দেখতে পাবেন হরিণ, বুনো শূকর, বাঁদর। কখনও-সখনও রয়েল বেঙ্গলেরও দেখা মিলতে পারে এখানে। তবে, আপনি ইচ্ছেমতো এই অভয়ারণ্যে ঘুরে বেড়াতে পারবেন না। জঙ্গলের কোর এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। বাফার এলাকায় যেমন খুশি ঘুরতে পারেন এবং দেখা পেতে পারেন বন্যজন্তুর। কিংবা ওয়াচ টাওয়ারে বসেও জঙ্গলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝাঁকে ঝাঁকে পাখি! শীতের মরশুমে কিচিরমিচির মন ভরাবে আপনার...চলে আসুন পরিযায়ীদের ভিড়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল