TRENDING:

South 24 Parganas News: নতুন বছরের শুরুতেই পাখি উৎসব সুন্দরবনে, ওয়েবসাইটে করা ‌যাচ্ছে আবেদন

Last Updated:

প্রথম বছরেই পাখিপ্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সুফলকে মাথায় রেখে আগামী বছরের শুরুতেই ফের পাখি উৎসব সুন্দরবনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন: চলতি বছরেই প্রথম সুন্দরবনে পাখি উৎসব অনুষ্ঠিত হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বন দফতরের উদ্যোগে। প্রথম বছরেই পাখিপ্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সুফলকে মাথায় রেখে আগামী বছরের শুরুতেই ফের পাখি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে সুন্দরবনে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে তিন দিন সুন্দরবনের বিভিন্ন নদী-খাঁড়িতে ঘুরে সুন্দরবন এলাকার পাখিদের ছবি তুলেছেন, তথ্য সংগ্রহ করেছেন পাখিপ্রেমীরা।
advertisement

আরও পড়ুন:  স্বাদের ভাগ হবে না… বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো নলেন গুড়ের বাদাম ছাপ

২০২৪ সালের জানুয়ারি মাসে পাখি উৎসব করার পরিকল্পনা রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের  শুরুতেই পাখি উৎসব হবে  বলে জানিয়েছেন আধিকারিকেরা। প্রথম বার পাখি উৎসবের রিপোর্ট বিচার-বিশ্লেষণ করে বন দফতর জানিয়েছিল, ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে। সাত হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখিপ্রেমীরা। গত বার তিন দিন ধরে এই উৎসব চললেও এ বার উৎসব চার দিনের হবে বলেই জানিয়েছেন বনকর্তারা। গত বছর যেখানে ৬টি দলে ৩৪ জন পাখিপ্রেমী উৎসবে যোগদান করতে পেরেছিলেন। এ বার ৮টি দলকে অনুমতি দেওয়া হবে বলে বন দফতর জানিয়েছে। ফলে আরও বেশি পক্ষীপ্রেমী সুযোগ পাবেন।

advertisement

আরও পড়ুন: জামরুলের উপকারিতা আপেল-পেয়ারার থেকেও বেশি! ডায়াবেটিস থেকে শুরু করে বহু জটিল রোগের যম!

View More

গত বার ৭০৬৫টি পাখির দেখা পেয়েছিলেন যোগদানকারীরা। সে বার শীতের একেবারে শেষ লগ্নে উৎসব হয়েছিল। এ বার আরও প্রায় মাসখানেক আগে এই উৎসব হওয়ায় এবং বেশি দিন ধরে হওয়ায় আরও অনেক বেশি পাখির দর্শন মিলবে বলে আশা বন দফতরের। গতবারের পাখি উৎসব থেকে বন দফতর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে পাখিকূলকে রক্ষার জন্য। সেই মোতাবেক, শীতে যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবন এলাকায় আসে, তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। যাতে কোনও ভাবেই কেউ পাখি শিকার না করে, সে দিকে নজর দেওয়া হচ্ছে। শুধু সুন্দরবনের জঙ্গল এলাকা নয়, আশপাশের লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করার কাজ শুরু হয়েছে।

advertisement

বন দফতর সূত্রের খবর, সজনেখালিতে উৎসবের সূচনা হবে। অনলাইনে আবেদন করা যাবে যোগদানের জন্য। নিচের এই দুই ওয়েব সাইট থেকেই আবেদন করা ‌যাবে পাখী উৎসবে।

www.sundarbantigerreserve.org

www.wildbengal.com

advertisement

এই ওয়েবসাইট দু’টি খুলে দেওয়া হয়েছে আবেদনকারীদের জন্য। পয়লা জানুয়ারি পর্যন্ত আবেদন পাঠানো যাবে। মাথাপিছু খরচ প্রায় ১০ হাজার টাকা।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নতুন বছরের শুরুতেই পাখি উৎসব সুন্দরবনে, ওয়েবসাইটে করা ‌যাচ্ছে আবেদন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল