গত রবিবার সকালে কুলতলির কাটামারি নদীঘাট থেকে অমৃত সর্দারের নৌকা নিয়ে তিন সঙ্গীর সঙ্গে কাঁকড়া ধরতে সুন্দরবনের জঙ্গলে গিয়েছিল শম্ভু সরদার। সোমবার সকালে কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপ দেয় শম্ভু সর্দারের ওপর। এরপর আতঙ্কের চিৎকার শুরু করে দেন তাঁর সঙ্গে থাকা দুই সঙ্গী।
আরও পড়ুন : ভিআইপি রোডে চলন্ত অ্যাপ ক্যাবে দাউদাউ করে আগুন, লাফিয়ে নামলেন যাত্রী, চালক! কোনওমতে প্রাণ রক্ষা
advertisement
যদিও বাঁচার তাগিদে শম্ভু সরদার বাঘের সঙ্গে মরণপণ লড়াই করেন। কিন্তু শেষ রক্ষা হয় নি। পরে জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগে শম্ভুর স্ত্রী মারা গিয়েছেন। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা ও তাঁর দুই ছোট সন্তান। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে পুরো পরিবার। সন্ধ্যায় গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সুন্দরবনে এমন মর্মান্তিক ঘটনা চলতি বছরে প্রথম নয়। এবছরও আরও একাধিক এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে একাধিক পরিবার। এদিকে দারিদ্রসীমার নিচে থাকা ওই পরিবারগুলির একমাত্র ভরসাও ছিলেন এই মৎসজীবীরাই। বলার অপেক্ষা রাখে না, এমন ঘটনার পর কী নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে তাঁদের দিন কাটাতে হবে!






