আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে পাঁশকুড়া টাউন মহিলা তৃণমূল পরিচালিত সম্প্রীতির বন্ধন অনুষ্ঠানে মন্ত্রী সৌমেন মহাপাত্রকে রাখি পরিয়ে দেন টাউন সভাপতি তথা পাঁশকুড়া পুরসভার কাউন্সিলর সুমনা মহাপাত্র। পাঁশকুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড প্রতাপপুরে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌমেন মহাপাত্র। তাঁর উদ্যোগেই এই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে এসে অনেকেই এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন। মঞ্চে স্বামীর উপস্থিতি দেখে আবেগে ভাসেন সুমনাদেবী। আবেগ ধরা পড়েছে মন্ত্রীর কথাতেও।
advertisement
মঞ্চে স্ত্রীর এমন আবেগপ্রবণ হয়ে পড়ায় সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র একটুও অবশ্য অবাক হননি। স্ত্রী আবেগপ্রবণ, সেটা তিনি জানেন। তবে রাখি পূর্ণিমার পূণ্য লগ্নে রাজনীতির মানুষদের এমন আবেগঘন ছবি দেখে হয়তো অনেকেই অবাক। রাজনীতির মাঠে তু তু ম্যায় ম্যায় তো লেগেই থাকে। সেখানে ভালবাসা, প্রেমের ছবি খুব একটা দেখা যায় না। তাই মাঝেমধ্যে এমন ছবি দেখা গেলে সেটিকে বিরল বলতেই হয়। রাখি বন্ধনের উত্সবে মন্ত্রী ও তাঁর স্ত্রীর আবেগঘন মুহূর্তের ছবি বাংলার রাজনীতিতে সম্পূর্ণ নতুন এবং বিরল এক ঘটনার সাক্ষী।