TRENDING:

Irrigation Minister Soumen Mahapatra: মঞ্চেই মন্ত্রী স্বামীর কপালে চুমু কাউন্সিলর স্ত্রীর, রাজনীতিতে আবেগের বিরল ছবি

Last Updated:

Soumen Mahapatra: রাজনীতির মাঠে তু তু ম্যায় ম্যায় তো লেগেই থাকে। সেখানে ভালবাসা, প্রেমের ছবি খুব একটা দেখা যায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঁশকুড়া: যাকে বলে একেবারে আবেগঘন মুহূর্ত! রাখি উৎসবের দিন অনুষ্ঠান মঞ্চে আবেগঘন মুহূর্তে ধরা দিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং তাঁর সহধর্মিণী সুমনা মহাপাত্র! রাখি পূর্ণিমার দিনে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে স্বামী সৌমেন মহাপাত্রের হাতে তিনি পরিয়ে দিলেন ফুলের তৈরি রাখি! আবেগে ভেসে গিয়ে মঞ্চেই মন্ত্রী পত্নী সুমনাদেবী জড়িয়ে ধরেন স্বামীকে। স্বামীর কপালে এঁকে দেন চুম্বনের চিহ্ন।
advertisement

আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে পাঁশকুড়া টাউন মহিলা তৃণমূল পরিচালিত সম্প্রীতির বন্ধন অনুষ্ঠানে মন্ত্রী সৌমেন মহাপাত্রকে রাখি পরিয়ে দেন টাউন সভাপতি তথা পাঁশকুড়া পুরসভার কাউন্সিলর সুমনা মহাপাত্র। পাঁশকুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড প্রতাপপুরে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌমেন মহাপাত্র। তাঁর উদ্যোগেই এই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে এসে অনেকেই এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন। মঞ্চে স্বামীর উপস্থিতি দেখে আবেগে ভাসেন সুমনাদেবী। আবেগ ধরা পড়েছে মন্ত্রীর কথাতেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মঞ্চে স্ত্রীর এমন আবেগপ্রবণ হয়ে পড়ায় সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র একটুও অবশ্য অবাক হননি। স্ত্রী আবেগপ্রবণ, সেটা তিনি জানেন। তবে রাখি পূর্ণিমার পূণ্য লগ্নে রাজনীতির মানুষদের এমন আবেগঘন ছবি দেখে হয়তো অনেকেই অবাক। রাজনীতির মাঠে তু তু ম্যায় ম্যায় তো লেগেই থাকে। সেখানে ভালবাসা, প্রেমের ছবি খুব একটা দেখা যায় না। তাই মাঝেমধ্যে এমন ছবি দেখা গেলে সেটিকে বিরল বলতেই হয়। রাখি বন্ধনের উত্সবে মন্ত্রী ও তাঁর স্ত্রীর আবেগঘন মুহূর্তের ছবি বাংলার রাজনীতিতে সম্পূর্ণ নতুন এবং বিরল এক ঘটনার সাক্ষী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Irrigation Minister Soumen Mahapatra: মঞ্চেই মন্ত্রী স্বামীর কপালে চুমু কাউন্সিলর স্ত্রীর, রাজনীতিতে আবেগের বিরল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল