পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন প্রথম সারির পদ্মশিবিরের নেতারা বলে খবর। কয়েক মাস আগেই তারাপীঠে 'চোর ধরো জেল ভরো' কর্মসচিকে সামনে রেখে প্রতিবাদ মিছিল করেছে গেরুয়া শিবির। নেতৃত্বে ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ ও সাংসদ সৌমিত্র খাঁ। বোলপুরে অনুব্রত মণ্ডলের দুয়ারে অনুব্রত-সহ শাসকদলের নেতা মন্ত্রীদের দুর্নীতি ইস্যুতে প্রতিবাদ মিছিল। রেল ময়দান থেকে চৌরাস্তা পর্যন্ত সেদিনের মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিলের পর প্রতিবাদ সভাও হয়। প্রধান বক্তা ছিলেন সুকান্ত মজুমদার।
advertisement
আরও পড়ুন - Viral Video: সামনে হরভজন সিং, সাহসী কাজে পা বাড়ালেন ক্যাটরিনা কাইফ, ভাইরাল ভিডিও
ফের আজ বীরভূমে রাজনৈতিক কর্মসূচি বিজেপির। বিকেল চারটেয় রামপুরহাটের বিষ্ণুপুরে জনসভার ডাক দিয়েছে বিজেপি। প্রধান বক্তা সুকান্ত মজুমদার। 'অনুব্রতহীন' বীরভূমের কার্যত দখল নিতে মরিয়া বিজেপি। দলীয় কর্মীদের চাঙ্গা করতেই বীরভূমে একাধিক রাজনৈতিক কর্মসূচি বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনুব্রত কাণ্ডে মোড় ঘুরছে প্রতিনিয়ত৷ কত টাকার সম্পত্তি রয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের? বেনামে কত কোটি কোটি টাকা রয়েছে দাপুটে নেতার? 'কেষ্ট'কন্যারও বিপুল পরিমাণ টাকার উৎস কি? গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে একদিকে যখন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ঠিক তখনই নিজেদের সংগঠনকে মজবুত করে পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলা জুড়ে ঘর গুছোতে উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি।
আরও পড়ুন - Beauty Tips: অকালে বুড়িয়ে যাচ্ছে ত্বক! এবার সহজ সমাধান সপ্তাহে একবার করুন ‘এই’ কাজ
বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছে, ‘খেলা হবে’। দলের মিছিলে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদেরও এই শব্দবন্ধ স্লোগান হিসাবে ব্যবহার করতে দেখা গিয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার সেই অনুব্রত মণ্ডলের বীরভূমের রাজনীতির ময়দানে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির।
উৎসবের মরশুম শেষ হলেই ফের আন্দোলন কর্মসূচি কার্যত অনুব্রত মণ্ডলের গড় দিয়েই শুরু করে রাজনৈতিক বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। অনুব্রত মণ্ডলের খাস তালুতে দাঁড়িয়ে বীরভূম থেকে আজ কি বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেটাই এখন দেখার। কেষ্টর ঘরে কি খেলা ঘোরাতে পারবে বিজেপি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
VENKATESWAR LAHIRI