TRENDING:

আজ অনুব্রতর গড়ে বিজেপির রাজনৈতিক কর্মসূচি, জনসভায় কি বার্তা দেন সুকান্ত মজুমদার? নজরে বীরভূম 

Last Updated:

'অনুব্রতহীন' বীরভূমে রাজনৈতিক চাপ তৈরির কৌশল নিচ্ছে গেরুয়া শিবির।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#  কলকাতা:  'অনুব্রতহীন' বীরভূমে রাজনৈতিক চাপ তৈরির কৌশল নিচ্ছে বিজেপি। আজ, বুধবার অনুব্রতর খাস তালুকে  সভার মধ্য দিয়েই উৎসবের মরশুমের পর আজই প্রথম রাজনৈতিক কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। রামপুরহাটে দলীয় জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব।
Sukanta Mjumder will do meeting in Anubrata Mandal's Birbhum
Sukanta Mjumder will do meeting in Anubrata Mandal's Birbhum
advertisement

পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন প্রথম সারির পদ্মশিবিরের নেতারা বলে খবর। কয়েক মাস আগেই  তারাপীঠে 'চোর ধরো জেল ভরো' কর্মসচিকে সামনে রেখে প্রতিবাদ মিছিল করেছে গেরুয়া শিবির। নেতৃত্বে ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ ও সাংসদ সৌমিত্র খাঁ। বোলপুরে অনুব্রত মণ্ডলের দুয়ারে অনুব্রত-সহ শাসকদলের নেতা মন্ত্রীদের দুর্নীতি ইস্যুতে প্রতিবাদ মিছিল। রেল ময়দান থেকে চৌরাস্তা পর্যন্ত সেদিনের মিছিলের নেতৃত্ব দেন  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিলের পর প্রতিবাদ সভাও হয়। প্রধান বক্তা ছিলেন সুকান্ত মজুমদার।

advertisement

আরও পড়ুন -  Viral Video: সামনে হরভজন সিং, সাহসী কাজে পা বাড়ালেন ক্যাটরিনা কাইফ, ভাইরাল ভিডিও

ফের আজ বীরভূমে রাজনৈতিক কর্মসূচি বিজেপির। বিকেল চারটেয় রামপুরহাটের  বিষ্ণুপুরে  জনসভার ডাক দিয়েছে বিজেপি। প্রধান বক্তা সুকান্ত মজুমদার।  'অনুব্রতহীন' বীরভূমের কার্যত দখল নিতে মরিয়া বিজেপি। দলীয় কর্মীদের চাঙ্গা করতেই বীরভূমে একাধিক রাজনৈতিক কর্মসূচি বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনুব্রত কাণ্ডে মোড় ঘুরছে প্রতিনিয়ত৷ কত টাকার সম্পত্তি রয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের? বেনামে কত কোটি কোটি টাকা রয়েছে দাপুটে নেতার? 'কেষ্ট'কন্যারও বিপুল পরিমাণ টাকার উৎস কি?  গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে একদিকে যখন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ঠিক তখনই নিজেদের সংগঠনকে মজবুত করে পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলা জুড়ে  ঘর গুছোতে উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি।

advertisement

আরও পড়ুন -  Beauty Tips: অকালে বুড়িয়ে যাচ্ছে ত্বক! এবার সহজ সমাধান সপ্তাহে একবার করুন ‘এই’ কাজ

বিভিন্ন  রাজনৈতিক কর্মসূচিতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছে, ‘খেলা হবে’। দলের মিছিলে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদেরও এই শব্দবন্ধ স্লোগান হিসাবে ব্যবহার করতে দেখা গিয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার সেই অনুব্রত মণ্ডলের বীরভূমের রাজনীতির ময়দানে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির।

advertisement

উৎসবের মরশুম শেষ হলেই ফের আন্দোলন কর্মসূচি কার্যত অনুব্রত মণ্ডলের গড় দিয়েই শুরু করে রাজনৈতিক বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। অনুব্রত মণ্ডলের খাস তালুতে দাঁড়িয়ে বীরভূম থেকে আজ কি বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেটাই এখন দেখার। কেষ্টর ঘরে কি খেলা ঘোরাতে পারবে বিজেপি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

VENKATESWAR  LAHIRI

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজ অনুব্রতর গড়ে বিজেপির রাজনৈতিক কর্মসূচি, জনসভায় কি বার্তা দেন সুকান্ত মজুমদার? নজরে বীরভূম 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল