TRENDING:

Sukanta Majumdar: জেলে অনুব্রত, তবুও পদ্ম সংগঠনের হাল বেহাল! আজ বীরভূমে সাংগঠনিক বৈঠকে সুকান্ত

Last Updated:

'অনুব্রতহীন' বীরভূমে রাজনৈতিক চাপ তৈরির কৌশল বিজেপির?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিজেপির নজরে অনুব্রতর জেলা। আজ, শনিবার বীরভূমের তারাপীঠে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠকে বসছে জেলা নেতৃত্ব। ‘অনুব্রতহীন’ বীরভূমে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করার লক্ষ্যে মরিয়া পদ্ম শিবির।
জেলে অনুব্রত, তবুও পদ্ম সংগঠনের হাল বেহাল! আজ  সাংগঠনিক বৈঠকে সুকান্ত
জেলে অনুব্রত, তবুও পদ্ম সংগঠনের হাল বেহাল! আজ  সাংগঠনিক বৈঠকে সুকান্ত
advertisement

গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর থেকেই ঘনঘন বীরভূমে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলও এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে। একদিকে সাংগঠনিক বৈঠক। আর অন্যদিকে  পথে নেমে আন্দোলন, কোনও কিছুই বাদ দিচ্ছে না বঙ্গ বিজেপি।

আরও পড়ুন– খুব বেশি খরচ করতে হবে না, ১৫ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন নজরকাড়া এই সব ৫জি ফোন

advertisement

সংখ্যালঘু অধ্যুষিত মুরারইয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার রেশ কাটতে না কাটতেই এবার সুকান্ত মজুমদার ময়দানে। শাসক দলের নানান দুর্নীতির অভিযোগের ইসুকে হাতিয়ার করে আগে বীরভূমে প্রতিবাদ মিছিল ও সভা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, সামনেই পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। তার আগে  সংখ্যালঘুদের পাশাপাশি বীরভূমের মানুষের মন পেতে এখন মরিয়া গেরুয়া শিবির।

advertisement

আরও পড়ুন- ট্র্যাক্টর নেই তো কী! সাইকেল তো আছে! দু’চাকার যানের মাধ্যমেই জমি চাষ করে পথ দেখাচ্ছেন বিহারের কৃষক!

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই বীরভূম জেলায় একাধিক রাজনৈতিক কর্মসূচি করতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে। গরু পাচার মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল সহ তাঁর মেয়ে সুকন্যা। এই পরিস্থিতিতে ‘অনুব্রতহীন’ বীরভূমে রাজনৈতিক চাপ তৈরির কৌশল নিচ্ছে বিজেপি। এমনই মত ওয়াকিবহাল মহলের। আর ক’জন গ্রেফতার হলে সংগঠন গড়া যাবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বীরভূম জেলার বিজেপি নেতাদের কাছে এ প্রশ্নেরই সদুত্তর চাইছেন দলের শীর্ষ নেতৃত্ব। কারণ, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগেও বীরভূমে বিজেপির সংগঠনের যে নড়বড়ে দশা ছিল, এখনও তা-ই আছে বলেই মত দলের একটা অংশের। এই পরিস্থিতিতে শুধুমাত্র পথে নেমে আন্দোলন নয়, সাংগঠনিক শক্তি বাড়াতেও এখন মরিয়া পদ্ম শিবির। তাই আজকের সাংগঠনিক বৈঠক থেকে দলের সেনাপতি সুকান্ত মজুমদার কী বার্তা দেন স্থানীয় দলীয় সাংগঠনিক নেতৃত্বকে সেটাই এখন দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sukanta Majumdar: জেলে অনুব্রত, তবুও পদ্ম সংগঠনের হাল বেহাল! আজ বীরভূমে সাংগঠনিক বৈঠকে সুকান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল