গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর থেকেই ঘনঘন বীরভূমে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলও এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে। একদিকে সাংগঠনিক বৈঠক। আর অন্যদিকে পথে নেমে আন্দোলন, কোনও কিছুই বাদ দিচ্ছে না বঙ্গ বিজেপি।
আরও পড়ুন– খুব বেশি খরচ করতে হবে না, ১৫ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন নজরকাড়া এই সব ৫জি ফোন
advertisement
সংখ্যালঘু অধ্যুষিত মুরারইয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার রেশ কাটতে না কাটতেই এবার সুকান্ত মজুমদার ময়দানে। শাসক দলের নানান দুর্নীতির অভিযোগের ইসুকে হাতিয়ার করে আগে বীরভূমে প্রতিবাদ মিছিল ও সভা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, সামনেই পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। তার আগে সংখ্যালঘুদের পাশাপাশি বীরভূমের মানুষের মন পেতে এখন মরিয়া গেরুয়া শিবির।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই বীরভূম জেলায় একাধিক রাজনৈতিক কর্মসূচি করতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে। গরু পাচার মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল সহ তাঁর মেয়ে সুকন্যা। এই পরিস্থিতিতে ‘অনুব্রতহীন’ বীরভূমে রাজনৈতিক চাপ তৈরির কৌশল নিচ্ছে বিজেপি। এমনই মত ওয়াকিবহাল মহলের। আর ক’জন গ্রেফতার হলে সংগঠন গড়া যাবে?
বীরভূম জেলার বিজেপি নেতাদের কাছে এ প্রশ্নেরই সদুত্তর চাইছেন দলের শীর্ষ নেতৃত্ব। কারণ, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগেও বীরভূমে বিজেপির সংগঠনের যে নড়বড়ে দশা ছিল, এখনও তা-ই আছে বলেই মত দলের একটা অংশের। এই পরিস্থিতিতে শুধুমাত্র পথে নেমে আন্দোলন নয়, সাংগঠনিক শক্তি বাড়াতেও এখন মরিয়া পদ্ম শিবির। তাই আজকের সাংগঠনিক বৈঠক থেকে দলের সেনাপতি সুকান্ত মজুমদার কী বার্তা দেন স্থানীয় দলীয় সাংগঠনিক নেতৃত্বকে সেটাই এখন দেখার।