ব্যাক টু ব্যাক জঙ্গলমহলে বাস দুর্ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও আহতদের এদিন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয়রা। ডিসেম্বরের শেষ, ঘুরতে যাওয়ার মরশুম। আর সপ্তাহের প্রথম দিন ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই বাস।
আরও পড়ুনঃ ঘুমের মধ্যেই বাড়িতে আগুন! আটকে পড়লেন সকলে, হাওড়ায় ঝলসে মৃত্যু গোটা পরিবারের
advertisement
ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বওড়া এলাকায়। বাসের মধ্যে থাকা যাত্রীরা জানাচ্ছেন, পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে হুগলির কামারপুকুর যাচ্ছিল বাসটি। আর এদিন সকালে চন্দ্রকোনা থেকে রামজীবনপুরগামী রাজ্য সড়কের বওড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে বাসটি।
আরও পড়ুনঃ বাড়ির দোরগোড়ায় রাতের অন্ধকারে হাজির ‘বন্য অতিথি’! যা করলেন হাওড়ার বাসিন্দা, সত্যিই প্রশংসনীয়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাসটি জোরে ইলেকট্রিক খুঁটি ও ট্রান্সমিটারে ধাক্কা মারে। বিকট শব্দে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশে। চন্দ্রকোনা থানার পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে পাঠায় ক্ষীরপাই হাসপাতালে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় দশ জনের বেশি আহত হয়েছেন। বেশ কয়েকজনের আঘাত গুরুতর। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় ক্রেন দিয়ে বাসটিকে তোলা হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলের সমস্যা সৃষ্টি হয়েছে।তবে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি কিংবা ছোট যানবাহন চালানোর পরামর্শ দিয়েছেন পুলিশ কর্তারা।






