আগামী সোমবার, ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন। শনিবার সাগরদিঘি উপনির্বাচনের জন্য প্রচারের শেষ দিন। শেষ দিনের প্রচারে সাগরদিঘি যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকাল থেকেই দলীয় প্রার্থী দিলীপ সাহাকে নিয়ে ভোট প্রচার করেন সাগরদিঘির বিভিন্ন এলাকাতে। পায়ে হেঁটে নকল ইভিএম মেশিন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেন। এদিনের প্রচারে ডি এ, বোমা উদ্ধার, চাকরির নিয়োগে দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। আর এদিনের প্রচারে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের তাতি বিড়াল গ্রামে গাড়ি করে তার কনভয় যখন যাচ্ছিল সেইসময় গাড়িতে একটি ছাগলের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়। তারপরেই তৃণমূল কর্মীরা জড়ো হয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে।
advertisement
আরও পড়ুন: ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত রাজ্যের ৭ শ্রমিক, সমস্ত রকম সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলের হার্মাদ বাহিনীরা এই কাজ করছে। কনভয়ে হামলা করা এইগুলো বন্ধ হওয়া উচিত। দিনহাটাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে বোমা হামলার ঘটনায় সুকান্ত মজুমদার বলেন, অপদার্থ পুলিশ মন্ত্রী যে রাজ্যের সেখানে এই ধরনের ঘটনায় ঘটবে।
আরও পড়ুন: সময় লাগল সাত ঘণ্টা, বিরল অস্ত্রোপচারে তরুণীকে নতুন জীবন দিলেন এনআরএস-এর চিকিৎসকরা
নিশীথ প্রামাণিক হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তার কনভয়ে হামলা হয়েছে। হামলা শুধু নয়, বোমা মারা হয়েছে। যদি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে হামলা হয় তাহলে এই রাজ্যের পুলিশ মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।