TRENDING:

ছাব্বিশের ভোটের আগে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! বারাসাতের মঞ্চ থেকে SSC নিয়েও সুর চড়ালেন সুকান্ত মজুমদার

Last Updated:

SSC Exam: অনার্স করার থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বেশি রোজগার করছে বলে উচ্চশিক্ষায় মানুষের আগ্রহ কমছে বলে দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্র মজুমদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসাত, দক্ষিণ ২৪ পরগনা, জিয়াউল আলম: নবম-দশমের পর এবার একাদশ-দ্বাদশের পালা। রবিবার এসএসসি পরীক্ষা। গত রবিবার ছিল এসএসসির নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। ঠিক এক সপ্তাহ পর এই রবিবার একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা।
সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
advertisement

তার আগে শনিবার বারাসাতে এসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদার বললেন, এসএসসির উপরে মানুষের ভরসা নেই। তিনি প্রশ্ন তোলেন, কেন শিক্ষকদের দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে? শিক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিচ্ছে রাজ্য সরকার। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের নামে হাই স্কুল তৈরি করছে রাজ্য সরকার। ফান্ডিং নেই অথচ বিশ্ববিদ্যালয় খুলে বসে আছে। কেমিক্যাল নেই ল্যাব চালাবে কারা? এই প্রশ্ন তুলেই রাজ্য সরকারকে নিশানা করেছন সুকান্ত মজুমদার।

advertisement

আরও পড়ুনঃ পুরসভার টাকা মেরে পকেট ভরছিলেন অস্থায়ী কর্মী! বাগিয়েছেন কয়েক লক্ষ, অভিযোগ সামনে আসতেই শোরগোল

এখানেই থামেননি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি আরও যোগ করেন, গত পিএম ঊষা বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধিরা ছিল না। সে কারণে রাজ্য সরকার আরও বেশি পিছিয়ে পড়ছে। অনার্স করার থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বেশি রোজগার করছে বলে উচ্চশিক্ষায় মানুষের আগ্রহ কমছে বলে দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

advertisement

বারাসাত সংগঠনিক জেলায় চলছে দুটি ফুটবল প্রতিযোগিতা। প্রথমটি সাংগঠনিক জেলার উদ্যোগে অনুষ্ঠিত। অন্যদিকে একইভাবে চলছে বারাসাত সাংগঠনিক যুব মোর্চার উদ্যোগে হাবরায় দিবারাত্রি বাপি ফুটবল কাপ। একই সাংগঠনিক জেলায় দুটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ বেসরকারি হোমে আবাসিক যুবতীকে শারীরিক নিগ্রহ! গ্রেফতার খোদ কর্ণধর-সহ ৪

advertisement

ছাব্বিশের নির্বাচনের আগে তবে কি ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে? তা নিয়ে সাংসদকে প্রশ্ন করায় তিনি বলেন,  হাবরায় অনুষ্ঠিত হওয়া খেলাটি অনেক আগের খেলা তবে সে সময় তিনি সময় দিতে না পাড়ায় আজ ফুটবল ম্যাচে ফাইনাল হয় হাবড়ায়। তবে দলীয়ভাবে বারাসাত সাংগঠনিক জেলার উদ্যোগে অর্থাৎ একথা বলা ভাল জেলা সভাপতি রাজীব পোদ্দারের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া নরেন্দ্র কাপকেই বেশি প্রাধান্য দিলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি এও দাবি করেন, বাঙালির আবেগ ফুটবল তা ধরে রাখতেই আয়োজিত হয়েছে নরেন্দ্র কাপ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছাব্বিশের ভোটের আগে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! বারাসাতের মঞ্চ থেকে SSC নিয়েও সুর চড়ালেন সুকান্ত মজুমদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল