TRENDING:

Sukanta Majumdar Bengal BJP: সুকান্তর হাত ধরে বিজেপিতে কাউন্সিলর অনন্যা, পাল্টা কটাক্ষ তৃণমূলের! কোথায়?

Last Updated:

Sukanta Majumdar Bengal BJP: নির্দল কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে। নির্দল হিসাবে নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন তৃনমূল কাউন্সিলর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়া পুরসভায় খাতা খুলল বিজেপি, প্রাক্তন তৃণমূল ও বর্তমান নির্দল কাউন্সিলার সুকান্ত মজুমদারের হাত ধরে কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভায় খাতা খুলল পদ্ম শিবির।
সুকান্ত মজুমদার (ফাইল ছবি)
সুকান্ত মজুমদার (ফাইল ছবি)
advertisement

বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে। নির্দল হিসাবে নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন তৃনমূল কাউন্সিলর। ২০২২ সালের নির্বাচনে বাঁকুড়া পুরসভার ২৪ টি আসনের মধ্যে ২১ টি আসনে জয় পায় তৃণমূল। দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দিতা করে জয় ছিনিয়ে নেয় বিক্ষুব্ধ তৃণমূলের ৩ প্রার্থী। এদের মধ্যে অন্যতম ছিলেন বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অনন্যা রায় চক্রবর্তী।

advertisement

আরও পড়ুন: অভিজিতের পর এবার চিন্ময়! সিবিআইয়ের নজরে কে এই ব্যক্তি? আরজি কর-কাণ্ডে বড় মোড়

নির্দল হিসাবে জয়ী হলেও পরে বিজয় মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোলে নিয়ে পথ হেঁটেছিলেন অনন্যা রায় চক্রবর্তী। প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর তার পর থেকে নির্দল কাউন্সিলর হিসাবেই কাজ করে আসছিলেন। গতকাল সন্ধ্যায় বাঁকুড়া নারী সুরক্ষা মহামিছিলে অংশ নিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় গেলে বিজেপির পতাকা কাঁধে তুলে নেন অনন্যা রায় চক্রবর্তী।

advertisement

আরও পড়ুন: গোটা পৃথিবীর সেরা স্কুলের তালিকায় ভারতের কোন স্কুল? নাম জানলে গর্বে বুক ভরে উঠবে! কুর্নিশ

অনন্যার দাবি, সম্প্রতি আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁর বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত। পাল্টা তৃণমূলের কটাক্ষ, হয় ওই কাউন্সিলার বিক্রি হয়ে গিয়েছেন নাহলে জমি মাফিয়া হিসাবে ব্যবসা ভালমতো চালাতেই ওই কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রিয়ব্রত গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sukanta Majumdar Bengal BJP: সুকান্তর হাত ধরে বিজেপিতে কাউন্সিলর অনন্যা, পাল্টা কটাক্ষ তৃণমূলের! কোথায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল