সম্প্রতি কলকাতার সল্টলেক সেক্টর-৫ এর একটি ব্যাঙ্কুয়েটে অনুষ্ঠিত হয় এক বেসরকারি সংস্থার দশম বর্ষের সৌন্দর্য প্রতিযোগিতা।বিউটি উইথ রেসপনসিবিলিটি এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত হয় প্রতিযোগিতাটি, যেখানে চারটি ধাপে বিচার করা হয় অংশগ্রহণকারীদের—প্রথমে ট্যালেন্ট রাউন্ড, তারপর তিনটি রাম্প রাউন্ড, এথনিক (যেখানে নিজেকে পরিচয় করাতে হয়), স্পোর্টস এবং ফরমাল (প্রশ্নোত্তর পর্ব)। প্রতিটি রাউন্ডের নম্বরের ভিত্তিতেই বিজয়ীদের নির্বাচন করা হয়।
advertisement
আরও পড়ুন – Srabanti Chatterjee: টলিউডের হিরোইন, মাহেশের রথে এসে পাত পেড়ে খেলেন জগন্নাথ দেবের প্রসাদ, খেয়ে যা বললেন…
শুভাশিসের মা বলেন, “অভাব আমাদের ছিল, কিন্তু ছেলের স্বপ্ন ছিল বড়। আজ ও যা করেছে, তাতেই আমরা ধন্য।” দাদা দেবাশীষ জানান, “ছোট থেকেই অভিনয় আর মডেলিং নিয়ে ওর আগ্রহ ছিল। সেই আগ্রহই আজ বাস্তবে রূপ নিয়েছে।” শুভাশিস শুধুমাত্র মিস্টার বেঙ্গল এর খেতাবই নয়, মিস্টার পারফেক্ট সাবটাইটেলও অর্জন করেছেন। পাশাপাশি আগামী দুই বছরের জন্য সংস্থার পশ্চিমবঙ্গ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও নিযুক্ত হয়েছেন।
তিনি এই কৃতিত্ব উৎসর্গ করেছেন তাঁর মেন্টর দেবযানি মিত্র এবং প্রশিক্ষণ টিমকে। বর্তমানে এক বেসরকারি সংস্থায় চাকরি করার পাশাপাশি অভিনয় ও মডেলিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন শুভাশিস। তাঁর স্বপ্ন মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং একজন সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা।
Banowarilal Chowdhary






