TRENDING:

Success Story: ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়! পুরুলিয়ার শ্বেতার স্বপ্ন অন্যরকম, নিজের অদম্য চেষ্টায় সেই লড়াইয়ে সে সফল

Last Updated:

পুরুলিয়ার মেয়ে শ্বেতা আজ প্রমাণ করেছেন, স্বপ্ন যদি সত্যিকারের হয়, আর তাতে থাকে পরিশ্রমের দীপ্তি, তবে সেই স্বপ্ন একদিন নিজের আলোয় চারদিক আলোকিত করবেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: আর পাঁচজন মেয়ে যখন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন, তখন পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের মেয়ে শ্বেতা চক্রবর্তী স্বপ্ন দেখছেন একজন শিল্পী হওয়ার। নিজের পরিশ্রম, মেধা আর সৃষ্টিশীলতাকে সঙ্গী করে আজ শ্বেতা গড়ে তুলেছেন এক অনন্য পরিচয়। তার হাতের কাজ এখন রঘুনাথপুরের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে রাজ্যের নানা প্রান্তে। পিতলের কলসি থেকে শুরু করে মাটির থালা, আর্টিফিসিয়াল পানপাতা, পিঁড়ি, কুলো, পাঞ্জাবি, কিংবা সিঁদুর কৌটো, প্রতিটি জিনিসেই সাদা ও লাল রংয়ের নকশায় ফুটিয়ে তুলছেন তার অসাধারণ শিল্পকলার ছোঁয়া।
advertisement

বর্তমান সময়ে যেগুলো বিয়ে বা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানে নিয়ে আসছে এক বিশেষ ঐতিহ্যের সৌন্দর্য। সোশ্যাল মিডিয়ায় ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে শ্বেতার হাতের তৈরি এই সমস্ত পণ্যের চাহিদা এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শ্বেতা জানান, “জীবনের এক কঠিন সময়ই তাকে এই পথে নিয়ে এসেছে। ২০১৪ সালে এক দুর্ঘটনায় পায়ে চোট পাওয়ায় দীর্ঘ দেড় বছর তাঁকে বাড়িতেই থাকতে হয়েছিল। সেই সময়ের একাকীত্ব আর অবসরই তাকে এই পথ খুঁজে নিতে প্রেরণা দেয়। ছোট্ট আকারে বাড়িতে শুরু করা সেই শিল্পযাত্রা আজ রূপ নিয়েছে এক বৃহৎ উদ্যোগে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কাজকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও করছেন তিনি।”

advertisement

আরও পড়ুন: কোণঠাসা কাস্তে, ভবিষ্যৎ অন্ধকারে! মেশিনের চাহিদা বাড়তেই আর ঘুরে তাকাচ্ছেন না চাষিরা

শ্বেতার এই অসাধারণ শিল্পীসত্তায় আজ গর্বিত তার মা-বাবা। মা প্রতিমা চক্রবর্তী বলেন, “আমার বিয়ের আগে থেকে আমিও এই ধরনের কাজ করতে ভালবাসতাম। কিন্তু অনেক কিছু অসম্পূর্ণ থেকে গিয়েছিল। আজ আমার মেয়ের মধ্যে সেই অসম্পূর্ণ স্বপ্নগুলোরই পূর্ণতা দেখছি।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়! পুরুলিয়ার শ্বেতার স্বপ্ন একবারে অন্যরকম, জানুন সেই গল্প
আরও দেখুন

রঘুনাথপুরের মেয়ে শ্বেতা আজ প্রমাণ করেছেন, স্বপ্ন যদি সত্যিকারের হয়, আর তাতে থাকে পরিশ্রমের দীপ্তি, তবে সেই স্বপ্ন একদিন নিজের আলোয় চারদিক আলোকিত করবেই।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়! পুরুলিয়ার শ্বেতার স্বপ্ন অন্যরকম, নিজের অদম্য চেষ্টায় সেই লড়াইয়ে সে সফল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল