TRENDING:

Success Story: চাকরি নেই, গান গেয়েই চলছে সংসার! এক সময় অবহেলিত যুবক আজ সকলের চোখের মণি

Last Updated:

Success Story: গানগুলিকে গিয়ে রেকর্ডিং করার মতো যন্ত্রাদি ছিলনা বিশ্বজিতের। সেই স্বপ্নের মিউজিক সেটআপ তৈরি করার আর্থিক ক্ষমতাও ছিল না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়ার জিররা গ্রামের বিশ্বজিৎ কর্মকার আরও একজন যুবক যে বর্তমান প্রেক্ষাপটে চাকরির মুখ দেখতে পায়নি। বাবার একটি ছোট্ট চায়ের দোকান এবং তাঁর সঙ্গে পরিবারের দায়িত্ব। সব নিজের পড়াশোনা পরিবার সব মিলিয়ে জীবনধারণের জন্য নিজের ছোটবেলার প্যাশনকেই একপ্রকার পেশায় পরিণত করেছেন বিশ্বজিৎ।
advertisement

আরও পড়ুনঃ শহরের থেকে গ্রাম ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে হুগলি জেলায়

বিশ্বজিৎ গান গাইতে ভালবাসে, যদিও গান শেখেনি তিনি কোনদিনও। তা সত্ত্বেও বিভিন্ন ধরনের মেটাফরিক্যাল অর্থাৎ রূপক গান, দেশাত্মবোধক গান, সম্পর্কের গান এবং বাঁকুড়ার গান গেয়ে থাকেন বিশ্বজিৎ। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় গান গেয়ে অর্থ উপার্জন করছেন বিশ্বজিৎ কর্মকার। নিজের গানগুলিকে গেয়ে রেকর্ডিং করার মতো যন্ত্রাদি ছিলনা বিশ্বজিতের। সেই স্বপ্নের মিউজিক সেটআপ তৈরি করার আর্থিক ক্ষমতাও ছিল না। তবে তাঁর গানের মূর্ছনা শুনে এক সহৃদয় ব্যক্তি তাঁকে মিউজিক সেটা আপ উপহার স্বরূপ দেন।

advertisement

View More

নিম্নবিত্ত পরিবারের ছেলে গান গেয়ে স্বপ্ন দেখছেন বলে অনেকেই উপহাস করে বলেছেন ‘কী হবে গান গেয়ে, তোর বাবা তো ভিখারি হয়ে যাবে’। শত উপহাস উপেক্ষা করে নিজের স্বপ্নকে তাড়া করছে বিশ্বজিৎ। তাঁর ইচ্ছা একটাই যে ভবিষ্যতে গান গেয়ে নিজের বাবা মার মুখে হাসি ফোটানো। আঞ্চলিক গান গেয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের একটি কমিউনিটি তৈরি করেছেন বিশ্বজিৎ। সকলের উৎসাহ উদ্দীপনা এবং ভালবাসায় তার এই গানের অভিযানে অনুঘটক হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। বিশ্বজিৎ আরও একজন যুবক যার চাকরি নেই বলে অভিমান থাকলেও কোনও অভিযোগ নেই। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বসে না থেকে বা থেমে না থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিশ্বজিৎ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: চাকরি নেই, গান গেয়েই চলছে সংসার! এক সময় অবহেলিত যুবক আজ সকলের চোখের মণি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল