তবে তিনি একদিনেই কিন্তু চিত্রা থেকে চিত্রা ঢাকি হয়ে যাননি। দীর্ঘ ১০ বছর ধরে উনি এই পেশার সঙ্গে যুক্ত আছেন । প্রথম মহিলাদের নিয়ে দল তৈরি করে ঢাক বাজানো শুরু করেছিলেন ২০১৪ সালে । সেই থেকে আজও চলছে চিত্রা দেবীর এই ঢাকের দল ।
advertisement
চিত্রা দাসের বাড়ি পূর্ব বর্ধমান জেলার, কাটোয়ার সুদপূর গ্রামে। অল্প বয়সেই বিয়ে হয় তাঁর। পরবর্তীতে মাত্র ১৪ বছর বয়সেই বিধবা হয়ে যান চিত্রা দেবী। স্বামী গত হয়ে যাওয়ার পর, ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরে আসেন বাপের বাড়ি সুদপূর গ্রামে। ফিরে আসার পর প্রথম দিকে অন্যের বাড়িতে কাজ করতে থাকেন। অন্যের বাড়িতে কাজ করে ধীরে ধীরে বড় করে তোলেন নিজের ছেলেকে।
চিত্রা দেবী বলেন , প্রথমে লোকের বাড়িতে কাজ করতেন, মুড়ি কলেও কাজ করেছেন । পরবর্তীতে ছেলে বড় হয়ে বাইরে কাজে যায় । তখন চিত্রা দেবী তাঁর ছেলেকে বলে , একসঙ্গে যুক্তি করে গ্রামের মেয়েদের একত্রিত করে এই ঢাকের দল শুরু করেন । তাঁকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ এই জায়গায় আসতে হয়েছে। এখন অনেকেই তাঁকে চিত্রা ঢাকি আবার চিত্রা দিদি নামেই চেনে ।
তবে প্রথম দিকে বেশি মহিলা ছিলনা। দশ জনকে নিয়ে শুরু হয়েছিল ঢাকের দল । বাড়ি বাড়ি ঘুড়ে দশ জন মহিলা জোগাড় করলেও, ঢাক কেনার জন্য পর্যাপ্ত টাকা ছিলনা চিত্রা দেবীর কাছে । তখন ওই দশ জন মহিলা অন্যের কাছে ধার করে ঢাক কেনার জন্য টাকা তুলে দেয় চিত্রা দেবীর হাতে। তবে ঢাক কিনে নিয়ে এলেও, এবার শিখতে হবে ঢাক বাজানো । কিন্তু ঢাক বাজানো কোথায় শিখবেন ,কে শেখাবে? এই চিন্তা চিত্রা দেবীকে ভাবিয়ে তোলে । তখন এই সুদপূর গ্রামেরই ঢাকের মাস্টার নাদু দাসের কাছে যান চিত্রা দেবী।
তারপর নাদু দাসের কাছেই শুরু করেন ঢাক বাজানোর প্রশিক্ষণ নেওয়া। যেহুতু চিত্রা দেবী এবং তাঁর সঙ্গীরা মহিলা তাই শুরুর প্রথম দিকে তাঁদের অনেক কটুক্তি শুনতে হয়েছিল । তবে আজ চিত্রা দেবী-সহ অন্যান্য মহিলাদের একটা আলাদা নিজস্ব পরিচিতি রয়েছে । বহু বাধা বিপত্তি পার করে আজ তাঁরা উপার্জন করতে শিখেছেন । গ্রাম ছাড়িয়ে তাঁরা এখন পৌঁছে যান ভিন রাজ্যেও ।
আজও চিত্রা দেবী তাঁর ঢাকের তালে নাচিয়ে তোলেন বহু মানুষকে । ঢাক নিয়ে পাড়ি দিয়েছেন আসাম, উড়িষ্যা, ভুবনেশ্বর, ত্রিপুরা, কলকাতা , গুয়াহাটি, পুরুলিয়ার মত আরও বহু জায়গায়। কঠোর পরিশ্রম আর জেদের কারণে আজ চিত্রা দেবী আরও ২০ জন মহিলাকে একটা উপার্জনের পথ দেখিয়েছেন। বর্তমানে লোকের বাড়িতে কাজ করা চিত্রা আজ সকলের কাছে চিত্রা ঢাকি নামেই পরিচিত।
বনোয়ারীলাল চৌধুরী