TRENDING:

মাত্র ১৫ বছরেই ১৫ বাদ্যযন্ত্রে পারদর্শী...! ইন্ডিয়া বুক অব রেকর্ডস অতীত, কাঁথির অনুস্মিতার 'টার্গেট' এখন গিনেস বুক অব রেকর্ডস

Last Updated:

Success Story: মাত্র ১৫ বছর বয়সেই সবার চোখে বিস্ময় জাগিয়েছে কাঁথির মেয়ে অনুস্মিতা মাইতি। একসঙ্গে ১৫টি বাদ্যযন্ত্র বাজাতে পারার বিরল প্রতিভা রয়েছে ছোট্ট মেয়েটির। ড্রাম, ভায়োলিন, গিটার, তানপুরা থেকে তবলা যে বাদ্যযন্ত্রই হাতে তুলে নেয়, সুর যেন ঝরে পড়ে তার আঙুলের ছোঁয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: মাত্র ১৫ বছর বয়সেই সবার চোখে বিস্ময় জাগিয়েছে কাঁথির মেয়ে অনুস্মিতা মাইতি। একসঙ্গে ১৫টি বাদ্যযন্ত্র বাজাতে পারার বিরল প্রতিভা রয়েছে ছোট্ট মেয়েটির। ড্রাম, ভায়োলিন, গিটার, তানপুরা থেকে তবলা যে বাদ্যযন্ত্রই হাতে তুলে নেয়, সুর যেন ঝরে পড়ে তার আঙুলের ছোঁয়ায়। ছোটবেলা থেকেই সঙ্গীত ও বাদ্যযন্ত্রের প্রতি তাঁর অগাধ ভালবাসাই তাঁকে পৌঁছে দিয়েছে এক অন্য উচ্চতায়।
advertisement

আর সেই অসাধারণ প্রতিভাই আজ তাঁকে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। দক্ষতার স্বীকৃতি হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে উঠেছে অনুস্মিতার নাম। তবে এখানেই থেমে যেতে রাজি নয় অনুস্মিতা। আরও বড় স্বপ্ন বুকে নিয়ে এগোচ্ছে সে।

আরও পড়ুন: পৃথিবীর কোন ‘দেশে’ একটাও ‘মশা’ নেই বলুন তো…? শুনলেই চমকে উঠবেন, কনফার্ম!

advertisement

আগামী দিনে এশিয়া বুক অফ রেকর্ড থেকে শুরু করে গিনেস বুক অফ রেকর্ড পর্যন্ত নিজের নাম তুলতে চায় এই প্রতিভাবান মেয়ে। বাদ্যযন্ত্রের বাইরেও জীবনের বিভিন্ন ক্ষেত্রে নজর কাড়ছে সে। আন্তর্জাতিক কারাটে চ্যাম্পিয়নশিপে জিতে এনেছে সোনার পদক। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ব্রেভারি অ্যাওয়ার্ডও স্থান পেয়েছে তার ঝুলিতে।

View More

আরও পড়ুন: ‘ভাই, অ্যাভারেজ কত দেয়…?’ ট্রেনের লোকো পাইলটকে প্রশ্ন করলেন যাত্রী, উত্তরে ট্রেন চালক যা বললেন মুহূর্তে পায়ের তলা থেকে সরল মাটি!

advertisement

শুধু গান আর খেলাধুলাই নয়, টেলিভিশন জগতেও সমান জনপ্রিয় অনুস্মিতা। একাধিক বাংলা রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেছে, বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে নিয়মিত গানও গায় সে। প্রতিটি মঞ্চে নিজের স্বতন্ত্র প্রতিভা দিয়ে জয় করে নিচ্ছে দর্শকের মন।

আরও পড়ুন: কাঁড়ি কাঁড়ি টাকা আসবে…! বাড়িতে এই ‘দিকে’ পুঁতে দিন ‘গাঁদা’ গাছ, সুখের স্বর্গে ভাসবেন, ভরে উঠবে সিন্দুক!

advertisement

পড়াশোনাতেও সমান মনোযোগী এই প্রতিভাবান কিশোরী। স্কুলে ভালো র‍্যাঙ্ক ধরে রেখে সে প্রমাণ করেছে, সঙ্গীত ও খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও সমান মনোযোগ  দেওয়া সম্ভব। বাবা-মায়ের অকুণ্ঠ সমর্থন ও অনুপ্রেরণাই তাকে তিন দিকেই এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজ মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক সাফল্যে ভরিয়ে তুলেছে কাঁথির এই গর্ব। ১৫টি বাদ্যযন্ত্র বাজিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তোলার পর পরিবারের আশা, একদিন গিনেস বুক অফ রেকর্ডেও স্থান করে নেবে অনুস্মিতা মাইতি। তার অদম্য প্রতিভা, পরিশ্রম ও অধ্যবসায় ভবিষ্যতে দেশ-বিদেশে বাংলার মুখ উজ্জ্বল করবে, এমনটাই বিশ্বাস তার শুভানুধ্যায়ীদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্র ১৫ বছরেই ১৫ বাদ্যযন্ত্রে পারদর্শী...! ইন্ডিয়া বুক অব রেকর্ডস অতীত, কাঁথির অনুস্মিতার 'টার্গেট' এখন গিনেস বুক অব রেকর্ডস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল