TRENDING:

স্বল্প দামে মুদির বাজার! কৃষ্ণনগরে নতুন সাবসিডিয়ারি ক্যান্টিন চালু হতেই খুশির জোয়ার

Last Updated:

কৃষ্ণনগর জেলার নাকাশিপাড়া থানায় চালু হল সাবসিডিয়ারি ক্যান্টিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, সমীর রুদ্রঃ সাড়া বছর যারা অক্লান্ত পরিশ্রম করেন সাধারণ মানুষদের নিরাপত্তার স্বার্থে, তাঁদের জন্যে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হল। পুলিশ কর্মীদের সুবিধার্থে এবার বড় পদক্ষেপ নদিয়ায়। কৃষ্ণনগর জেলার নাকাশিপাড়া থানায় চালু হল সাবসিডিয়ারি ক্যান্টিন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে এই ক্যান্টিনের উদ্বোধন করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মাকওয়ানা মিতকুমার সঞ্জয় কুমার। এই সাবসিডিয়ারি ক্যান্টিন হওয়ার ফলে বিপুল সুবিধা পাবেন পুলিশকর্মীরা। পুলিশ থেকে শুরু করে প্রাক্তন পুলিশ অফিসার সকলেই এর সুবিধা নিতে পারবেন। এই ক্যান্টিন থেকে মুদিখানা, ইলেকট্রনিক্স দ্রব্য-সহ গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্য স্বল্প দামে কিনতে পারবেন তাঁরা।

advertisement

আরও পড়ুনঃ দুর্ঘটনা কেড়েছে বাবাকে! মায়ের কাছে মানুষ হয়েই মাঠে ফুল ফোটাচ্ছে বাংলার শিবম

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এর আগে কৃষ্ণনগর পুলিশ লাইনেই একমাত্র এই ক্যান্টিন ছিল। কিন্তু বিভিন্ন থানার পুলিশ কর্মীদের সেখানে গিয়ে কেনাকাটা করতে সমস্যা হচ্ছিল। তাই পুলিশদের সুবিধার কথা মাথায় রেখে এবার প্রতি থানাতেই এই ক্যান্টিন চালুর সিদ্ধান্ত নিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। প্রথম দফায় নাকাশিপাড়ায় এই সাবসিডিয়ারি ক্যান্টিন চালু করা হল। এরপর ধাপে ধাপে প্রতিটি থানায় এই ক্যান্টিন চালু করা হবে বলে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বল্প দামে মুদির বাজার! কৃষ্ণনগরে নতুন সাবসিডিয়ারি ক্যান্টিন চালু হতেই খুশির জোয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল