কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে এই ক্যান্টিনের উদ্বোধন করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মাকওয়ানা মিতকুমার সঞ্জয় কুমার। এই সাবসিডিয়ারি ক্যান্টিন হওয়ার ফলে বিপুল সুবিধা পাবেন পুলিশকর্মীরা। পুলিশ থেকে শুরু করে প্রাক্তন পুলিশ অফিসার সকলেই এর সুবিধা নিতে পারবেন। এই ক্যান্টিন থেকে মুদিখানা, ইলেকট্রনিক্স দ্রব্য-সহ গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্য স্বল্প দামে কিনতে পারবেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনা কেড়েছে বাবাকে! মায়ের কাছে মানুষ হয়েই মাঠে ফুল ফোটাচ্ছে বাংলার শিবম
এর আগে কৃষ্ণনগর পুলিশ লাইনেই একমাত্র এই ক্যান্টিন ছিল। কিন্তু বিভিন্ন থানার পুলিশ কর্মীদের সেখানে গিয়ে কেনাকাটা করতে সমস্যা হচ্ছিল। তাই পুলিশদের সুবিধার কথা মাথায় রেখে এবার প্রতি থানাতেই এই ক্যান্টিন চালুর সিদ্ধান্ত নিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। প্রথম দফায় নাকাশিপাড়ায় এই সাবসিডিয়ারি ক্যান্টিন চালু করা হল। এরপর ধাপে ধাপে প্রতিটি থানায় এই ক্যান্টিন চালু করা হবে বলে জানা গিয়েছে।