TRENDING:

মঙ্গলবার ফিরছেন কলকাতায়, খোশমেজাজে সুব্রত মুখোপাধ‍্যায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: নির্বাচনের পরের দিন ফুরফুরে মেজাজে সুব্রত মুখোপাধ‍্যায়। বাঁকুড়ায় তৃণমূলের প্রার্থী এবার তিনি। তাই গত দেড় মাস দক্ষিণ কলকাতার একডালিয়ার বদলে বাঁকুড়া শহরের এক হোটেলকেই নিজের ঠিকানা করে নিয়েছেন তিনি। সোমবার সকালে সেখানেই জমজমাট আড্ডায় বর্ষীয়ান রাজনীতিক।
advertisement

গত দেড়মাস বাড়ি ছাড়া। বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর থেকেই সেখানে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন সুব্রত মুখোপাধ‍্যায়।ভোটের পরদিন কার্যত ফুরফুরে মেজাজে হোটেলের ঘরেই সকালটা কাটালেন সুব্রত। চা খাওয়া, কাগজ পড়ার মাঝে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় ভোটের দায়িত্বে থাকা তৃণমূল কর্মীদের সঙ্গে ভোটের পর্যালোচনা। দেড়মাসের ধকলের পর অনেকটাই হালকা মেজাজে তিনি।

advertisement

গান শোনা, কবিতা পড়া, খেলা দেখা- রাজনীতি নিয়ে সারা বছর ব‍্যস্ত থাকলেও অবসরে এগুলোই তাঁর বিশেষ পছন্দ। এখন কয়েকদিন এগুলোতে ফের মন দেবেন।দেড়মাস পর মঙ্গলবার কলকাতার বাড়িতে ফিরছেন সুব্রতবাবু। বাড়িতে তাঁর জন‍্য অপেক্ষা করছে প্রিয় কাঁকড়ার ঝোল।য়াসঙ্গীর মতো তাঁর সব জিনিসের হিসাব রাখেন স্ত্রী। বাঁকুড়াতেও পাশে আছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাঁকুড়ার সঙ্গে গত দেড়মাসে তাঁর নিবিড় আত্মীয়তা গড়ে উঠেছে। এই আত্মীয়তায় বাধা হতে পারেনি চল্লিশ পেরনো গরমও।ভোট শেষ। তবে তিনি ভোটের পাখি নন। তাই বারোমাসের রাজনীতিক সুব্রত মুখোপাধ‍্যায়ের বিশ্রামবারেও আছে রাজনীতি।জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুব্রত মুখোপাধ‍্যায়। ছাত্রাবস্থায় প্রিয়রঞ্জন দাশমুন্সির হাত ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা শুরু। কাউন্সিলর, কলকাতার মেয়র, বিধায়ক, রাজ্যের মন্ত্রী হলেও, কখনও সাংসদ হননি। এবার কি সেই সুযোগ রাজনীতিতে প্রায় পঞ্চাশ পেরনো রাজনীতিকের সামনে?

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মঙ্গলবার ফিরছেন কলকাতায়, খোশমেজাজে সুব্রত মুখোপাধ‍্যায়