ক্রিয়া-প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় গতিসূত্রের এই নিয়মকে বিশেষ গুরুত্ব দিয়ে ঝাড়গ্রাম জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন। নিউটনের সূত্রগুলিকে খেলার মাঠে ব্যবহার করলে খেলায় আরও ভাল ফল পাওয়া যায় তাও প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষকরা। যেমন লং জাম্পের ক্ষেত্রে টেক অফ বোর্ডের উপর যেভাবে পা ফেলবে ঠিক তার প্রতিক্রিয়ায় প্রতিযোগি অনেকটা এগিয়ে যেতে পারবে। ঠিক এই ভাবেই দৌড়, হাই জাম্প ,লোহা বল নিক্ষেপণ সহ বিভিন্ন খেলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন: জঙ্গলমহলে প্রথম তৈরি হচ্ছে প্লাস্টিকের রাস্তা! মজাটা কোথায় জানেন?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝাড়গ্রামের ডিপিএসসির চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন, “রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের জেলার প্রথম স্থান অধিকারীরা যাতে ভাল ফলাফল করতে পারে তার জন্য তাদের ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রতিদিন দুবেলা প্রশিক্ষণ দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টিযুক্ত খাবার দেওয়া হচ্ছে তাদের। এই জঙ্গলমহলের মত জায়গা থেকেও আগামী দিনের ভাল খেলোয়াড় তৈরি করার লক্ষ্যেই আমাদের এই প্রশিক্ষণ শিবির”।
দৌড়, হাই জাম্প, লং জাম্প , লোহ বল নিক্ষেপণ, জিমন্যাস্টিক, যোগাসন সহ সবমিলিয়ে মোট ৩৪ টি প্রতিযোগিতা রয়েছে রাজ্যস্তরের প্রতিযোগিতায়। প্রথমে অঞ্চল, তারপর সার্কেল এবং জেলাস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় ৩১ জন প্রতিযোগী ৩৪ টি খেলায় প্রথম স্থান অধিকার করেছে। ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রতিদিন সকাল ও বিকেল দু’বেলা প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি করা হয় স্বাস্থ্য পরীক্ষাও। সঙ্গে থাকে পুষ্টিযুক্ত খাবার। রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় ভাল ফলাফলের পাশাপাশি আগামী দিনে ভালো খেলোয়াড় তৈরি করা সম্ভব এই প্রশিক্ষণের মাধ্যমে বলেও আশাবাদী ক্রীড়াবিদরা।
বুদ্ধদেব বেরা