এই সেমিনারে ১৬ টি বিভাগে বিভিন্ন বিষয়ে প্রজেক্ট তৈরি করে সেগুলি প্রদর্শনী করা হয়েছে। শিক্ষামূলক বিষয়ের পাশাপাশি রয়েছে আধ্যাত্মিক বিষয়ের উপর বিভিন্ন প্রজেক্ট। আগামী ২১ শে জানুয়ারি এই এক্সিবিশনের ফলাফল ঘোষণা করা হবে এবং কৃত পড়ুয়াদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানোরুপানন্দ মহারাজ। এই এক্সিবিশনে অংশগ্রহণ করতে পেরে খুশি পড়ুয়াড়া। পাশাপাশি শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা।
advertisement
আরও পড়ুনঃ এমন 'প্রতিদ্বন্দ্বি বন্ধু' যেন সবার থাকে, মেসি-রোনাল্ডো প্রেমে আবেগে ভাসল ফুটবল বিশ্ব
প্রায় সারা বছরই এই ধরনের বিভিন্ন বিষয়ে তাদের শিক্ষাদান করা হয় বলে জানিয়েছেন পড়ুয়ারা। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। রামকৃষ্ণ মিশনের ছাত্রদের প্রচেষ্টাকে প্রশংসা করেছেন তারা। শিক্ষা ক্ষেত্রে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন যথেষ্ট গুরুত্বপূর্ণ। বহু কৃত ছাত্র এই মিশনের নাম উজ্জ্বল করেছে। পড়ুয়াদের পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তুলতে এহেন উদ্যোগ গ্রহণ করেছে মিশন কর্তৃপক্ষ।
Sarmistha Banerjee