TRENDING:

South 24 Parganas News: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ! অ্যাসবেস্টর ভেঙে আহত ২ শিশু, বাসন্তীর ঘটনায় বিরাট শোরগোল

Last Updated:

বাসন্তী ভরতগড় গ্রামপঞ্চায়েতের চার নম্বর গোড়ানবসে এলাকার ১৬৩ নম্বর আইসিডিএস স্কুলের অ্যাসবেস্টর ভেঙে আহত হল বেশ কিছু শিশু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: স্কুলের অ্যাসবেসটস ভেঙে আহত দুই শিশু। আহত স্কুলের রাঁধুনিও। ঘটনাটি ঘটেছে বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের চার নম্বর গোড়ানবসে এলাকার ১৬৩ নম্বর আইসিডিএস স্কুলে। আহত শিশুদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর গুরুতর জখম হয়নি দুই শিশু। কিন্তু কীভাবে ভেঙে পড়ল স্কুলের ছাদ?
ভেঙে পড়েছি স্কুলের অ্যাসবেস্টার
ভেঙে পড়েছি স্কুলের অ্যাসবেস্টার
advertisement

স্থানীয়দের অভিযোগ, রংবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এই স্কুলের ঘর মেরামত করে দেওয়া হয়নি। তার ফলেই এই ঘটনা। জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুদের ছেড়ে দেওয়া হয়। অ্যাসবেস্টস ভেঙে পড়ায় শিশুদের পাশাপাশি আহত স্কুলের রাঁধুনিও হাতে চোট পেয়েছেন।

আরও পড়ুন: পর্দায় নয়, সত‍্যিই কার্গিল যুদ্ধে লড়েছেন এই অভিনেতা! কেরিয়ারের শীর্ষেই দেশের সুরক্ষায় প্রাণ বাজি রাখেন, ফিরেই পরপর হিট ছবি, চিনতে পারছেন নায়ককে?

advertisement

এক শিশুর অভিভাবক জানালেন, গ্রামের মানুষরাই চাঁদা তুলে রান্নার হাঁড়ি-কড়াইয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু রান্নার মান ভাল নয়। স্কুলের অবস্থাও ভাল নয়। রান্না এবং পড়াশোনা একই জায়গায় হয়। এদিন অ্যাসবেস্টস ভেঙে পড়ে চাপা পড়ে দুটি শিশু। সেই সঙ্গে চাপা পড়ে রান্নার জিনিসও। শিশুদের স্থানীয়রাই বের করেন বলে জানা গিয়েছে।

View More

আরও পড়ুন: ঠান্ডা লাগা, গলা খুসখুস করলেই গার্গল করছেন? উপকার অনেক, তবু সাবধান! ১ গ্লাস জলে কতটা নুন দিচ্ছেন? ভুলভাবে করলেই বড় সর্বনাশ

advertisement

আরও অভিযোগ, স্কুলের ভিতরটাকে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখানেই মজুত থাকে চাল, আনাজ। শিশুদের পড়াশোনা চলে উঠোনে। এদিনের ঘটনায় কোনও শিশু গুরুতর জখম হয়নি এটাই স্বস্তির। এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানান, ‘‘বাসন্তীর একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হয়নি। মিথ্যা রটনা হচ্ছে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবে কী হয়েছে প্রশাসনকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অবিলম্বে যাতে ঠিক করা যায় তার ব্যবস্থা করা হবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ! অ্যাসবেস্টর ভেঙে আহত ২ শিশু, বাসন্তীর ঘটনায় বিরাট শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল