উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের এই প্রাথমিক বিদ্যালয়টির অবস্থা অত্যন্ত খারাপ। জরাজীর্ণ শ্রেণিকক্ষের মধ্যে বসেই চলে প্রতিদিনের পঠন-পাঠন। স্কুল ভবনের অবস্থা এতটাই খারাপ যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে বেশ কয়েকদিন ধরেই ছাদের চাঙড় ভেঙে পড়ছে। এদিনও যখন স্কুল চলছিল তখন চাঙড় ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় ছাত্র-ছাত্রীরা। তাই বাধ্য হয়ে ছাতা মাথায় দিয়ে স্কুল করছে ছাত্র-ছাত্রীরা।
advertisement
আরও পড়ুন: শ্যাওড়া, ঘেটু ও ডুমুর গাছ’ই দেবতা! বুড়ো বাবা আর দেবী মনসার পুজো এখানে মিলেমিশে একাকার
এই পরিস্থিতিতে আতঙ্কিত অভিভাবকরা জানিয়েছেন, যতদিন না স্কুল ভবনের সংস্কার হচ্ছে ততদিন তাঁরা সন্তানদের আর স্কুলে পাঠাবেন না। স্কুলের এই বেহাল অবস্থা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল। তিনি বলেন, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কোনও কাজ হয়নি।