আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নয় অগাস্ট (শনিবার) বিকেলে। সূত্রের খবর, গৃহশিক্ষিকা, ওই দীর্ঘ চার বছর ধরে পাশের গ্রামের এক পরিবারে গিয়ে পড়াচ্ছিলেন দুই নাবালককে। শনিবারও তিনি রোজকার মত ওই বাড়িতে পড়াতে গিয়েছিলেন। সেই সময় শিশুদুটির মা বাড়ির বাইরে জল আনতে গিয়েছিলেন এবং ঘরে উপস্থিত ছিলেন শুধু তাদের বাবা ।
advertisement
অভিযোগ, সেই সুযোগে গৃহশিক্ষিকাকে কাছে টেনে তার শ্লীলতাহানির চেষ্টা করেন পড়ুয়াদের বাবা। কোনওরকমে পালিয়ে গিয়ে গৃহশিক্ষিকা নিজের বাড়িতে ফোন করে বিষয়টি জানান। খবর পৌঁছতেই, কিছুক্ষণের মধ্যেই গৃহশিক্ষিকার এলাকার বহু গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে বাড়ি থেকে টেনে এনে মারধর করেন। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে।
প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে পুলিশ। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা দাসপুর জুড়ে নিন্দার ঝড় উঠেছে। গ্রামবাসীদের দাবি, অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, গৃহশিক্ষিকার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।