TRENDING:

স্কুলের ছাদে ফলছে সবজি, মিলছে মিড ডে মিলে সাহায্য, অন্য ছবি পূর্বস্থলীতে

Last Updated:

কীভাবে সবজি চাষ করতে হয়, সেটাও হাতেকলমে শিখে নিচ্ছে পড়ুয়ারাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্বস্থলী: বাগান বানিয়ে জৈব সার দিয়ে শাকসবজি উৎপাদন করে, তা যে অনায়াসেই মিড ডে মিলের কাজে লাগানো যায়, তার উদাহরণ তৈরি করেছে পূর্বস্থলীর একটি স্কুল।
advertisement

বাগানের পাশাপাশি ছাদ বাগানও তৈরি করছে শীতকালীন শাকসবজি। সেই শাকসবজি দিয়েই চলছে স্কুলের মিড ডে মিলে রান্না করা খাবার দেওয়ার কাজ। বাইরের বাজারের ওপর নির্ভর করতে হয় ঠিকই, কিন্তু স্কুলের বাগানের সবজির সহযোগিতাও কম না। তাছাড়া কীভাবে সবজি চাষ করতে হয়, সেটাও হাতেকলমে শিখে নিচ্ছে পড়ুয়ারাও। ক্লাসের ফাঁকে গাছের যত্ন নিচ্ছে তারা।

advertisement

স্কুলের ছাদেই আস্ত একটি বাগান রয়েছে। আর সেই বাগানে উৎপন্ন সবজি দিয়ে চলছে স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত মীনাপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এমনই ছবি।

আরও পড়ুন, অন্য মেয়ে কেন? বয়ফ্রেন্ডের বাড়িতে আগুন লাগাল গার্লফ্রেন্ড, বরাতজোরে রক্ষা

advertisement

স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার জানান, পঠন-পাঠনের সঙ্গে ছাত্রছাত্রীদের সামাজিকভাবে উজ্জীবিত করা এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক নিবিড় করার উদ্দেশ্য নিয়ে এই ভাবনা। তবে স্কুলে আগে সবজি বাগান ছিল। এবছর নতুন সংযোজন ছাদের উপরেই সবজি বাগান। স্কুলের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে যতটা সবজি প্রয়োজন হয়, এইখানে উৎপন্ন সবজি দিয়ে হয় না ঠিকই, তবে অনেকটাই সহযোগিতা হয় মিডডে মিলে।

advertisement

আরও পড়ুন, নতুন জেলা সুন্দরবন, হিঙ্গলগঞ্জে অবশেষে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাশাপাশি তিনি আরও বলেন, মিড ডে মিলে সরকারি অনুদান যেটুকু সেইটুকু সঙ্গে আমাদের এই সবজি বাগান থেকে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে অনেকটাই সাহায্য হয়। এই বাগানের পরিচর্যা ছাত্র-ছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা পুরো বিষয়টি দেখেন। আগামী দিনে আরও বড় করে সবজি বাগান করার পরিকল্পনা রয়েছে জানিয়েছেন প্রসেনজিৎ বাবু।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলের ছাদে ফলছে সবজি, মিলছে মিড ডে মিলে সাহায্য, অন্য ছবি পূর্বস্থলীতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল