জানা গিয়েছে, ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সীমা বাড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে আসেন বেশ কয়েকটি কলেজের প্রায় ৫০ থেকে ৬০ জুন কলেজ পড়ুয়া। দুই থেকে আড়াই মাসের মধ্যে পরীক্ষার সময়সীমা বেধে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ওই পড়ুয়ারা।
তাঁদের দাবি, এত কম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হলে সমস্যায় পড়বেন ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই সিলেবাস শেষ না হওয়ার কারণে পরীক্ষার প্রস্তুতিতেও খামতি রয়েছে বলেই জানান ওই কলেজ ছাত্রছাত্রীরা। সেই কারণেই উপাচার্যের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ক্যাম্পাসে উপস্থিত হন তারা।
advertisement
আরও পড়ুন- শৈশবে পিতৃহীন, মা গৃহশিক্ষিকা, প্রতিবন্ধকতা পেরিয়ে WBCS-এ প্রথম অভাবী পরিবারের প্রিয়তোষ
অভিযোগ, কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে না পেরে পড়ুয়ারা উপাচার্যের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরুষ নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠায় এবং সেই নিরাপত্তারক্ষীরাই মহিলা ও পুরুষ পড়ুয়াদের মারধর করে সেখান থেকে সরিয়ে দেয়।
ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যাম্পাসে প্রবেশেও বাধা দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের মাধ্যমেই। ঘটনার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া না মিললেও, পরিস্থিতি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। এখন দেখার কলেজ পড়ুয়াদের এই সমস্যা সমাধানে কোনও পথ বেরোয় কিনা!
Rudra Narayan Roy