নিখোঁজ ছাত্র সম্রাট খড়দহ কল্যাণনগর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন তার স্কুলের পরিক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে ছাত্রটি বাড়ি থেকে বেরিয়ে গেল বা কোথায় গেল, সেব্যাপারে এখনও পর্যন্ত কিছুই জানতে পারেননি তার পরিবারের সদস্যরা।
আরও পড়ুন : বাংলায় লেখা ছাড়া চলবেই না, মহালয়ার দিন থেকে ঝলমল করবে সাইনবোর্ড! না মানলে বড় শাস্তি
advertisement
যদিও সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর নিয়েও সম্রাটের কোন খোঁজও পাওয়া যায়নি। যার ফলে উদ্বিগ্ন তার পরিবারের সদস্যরা। নিখোঁজ ওই ছাত্রের রহস্যজনক অর্ন্তধ্যানে রীতিমত হতবাক প্রতিবেশীরাও। অপরদিকে ছাত্রটির বাড়ি থেকে বেরিয়ে যাবার মুহূর্তের ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
আরও পড়ুন : চোখ ধাঁধানো আলোকসজ্জায় ফিরবে হারানো মূল্যবোধ! আর কী চমক থাকছে ‘কে’ সেক্টরের পুজোয়?
ইতিমধ্যেই নিখোঁজ ছাত্রটির পরিবারের তরফ থেকে রহড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ছাত্র সম্রাটের উদ্বিগ্ন মা জানিয়েছেন, ছেলের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ফলাফলের ব্যাপারে ছেলেকে আমরা কিছুই বলিনি। তবুও ছেলে কেন বাড়ি থেকে বেরিয়ে গেল, বা কেন বাড়ি ফিরে এল না তা সঠিক বলতে পারব না। কিন্তু সবমিলিয়ে চিন্তায় রয়েছেন পরুবারের সদস্যরা।