TRENDING:

South 24 Parganas News: পদক জয় যেন হাতের ময়লা! যোগা প্রতিযোগিতায় নামলেই এই পড়ুয়া ছিনিয়ে আনে সোনা, রুপো, আরও কত কি

Last Updated:

বজবজের দশম শ্রেণীর ছাত্রের আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় দু-দুটি স্বর্ণপদক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বজবজ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নস্কর পাড়ার বাসিন্দা, যোধপুর পার্ক বয়েস স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুস্মিত নস্করের আন্তর্জাতিক স্তরে এই নিয়ে স্বর্ণপদকের সংখ্যা দুই। যার একটি অনুষ্ঠিত হয় ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে বিশাখাপত্তনমে। সেখানে যোগা বিশ্বকাপে ১৪ থেকে ১৭ বছর বয়সি ইভেন্টের একটিতেই অংশগ্রহণ করে পায় স্বর্ণপদক এবং অপরটি পায় সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়া ‘এশিয়া যোগা ফেডারেশনের উদ্যোগে’ দশম তম এশিয়া কাপে।
advertisement

মোট ১২টি দেশের ৫০ জন প্রতিযোগিদের মধ্যে সুস্মিত যোগা ট্র্যাডিশনালে পায় স্বর্ণপদক। এ ছাড়াও আর্টিস্টিক সোলোতে একটি রুপোর পদক এবং যৌথভাবে আরও একটি রুপোর এবং একটি ব্রোঞ্জ পদক পায়। জাতীয় স্তরের পুরস্কারের সংখ্যাটাও প্রায় অনেক। ডিস্ট্রিক্ট, স্টেট এবং জাতীয় স্তরে কৃতকার্য হয়ে আন্তর্জাতিক স্তরেও সে তার সুনাম অক্ষত রেখেছে। সাত বছর বয়স থেকেই যোগের প্রতি টান সুস্মিতের। বাবা স্বপন নস্কর প্রাইভেট ফার্মে কর্মরত হওয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য প্রায় বারবারই আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয় সুস্মিতের পরিবারকে। তাই পরিবারের আবেদন সুহৃদয় কোন ব্যক্তি বা সংস্থা তাদের যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

advertisement

আরও পড়ুন: ঘন কুয়াশায় পথ হারাল লঞ্চ, আটকে গেল চরে! তারপর কি ঘটল, দেখে নিন ভিডিও

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

পরিবার জানিয়েছে, বিধায়ক নানাভাবে এই পরিবারকে সাহায্য করেছে। যোগ এবং পড়াশোনা ছাড়াও সুস্মিতের আঁকতে ভাল লাগে। তবে বর্তমানে সময়ের অভাবে তা আর হয়ে ওঠে না। সুস্মিত নস্কর আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের নাম উজ্জ্বল করায় গর্বিত তার পরিবার, গর্বিত সমগ্র বজবজের আপামর জনগণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরে বসেই মিলবে টাটকা মাল! কেক, প্যাটিস আনতে আর দৌড় নয়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পদক জয় যেন হাতের ময়লা! যোগা প্রতিযোগিতায় নামলেই এই পড়ুয়া ছিনিয়ে আনে সোনা, রুপো, আরও কত কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল