সোমবার দিনে দুপুরে এমন ঘটনারই সাক্ষী থাকল নাদনঘাটের রাজীবপুর এলাকা৷ তবে কোনওক্রমে ওই যুবকদের হাতে থকে পালিয়ে প্রাণে বাঁচল ঘোলা এলাকার বাসিন্দা ইয়াসমিন খাতুন নামের ওই ছাত্রী। এই মুহূর্তে ওই ছাত্রী কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ।
আরও পড়ুন: প্রতারকদের 'টার্গেট' এবার রাজ্যের বিধানসভার 'এই' সদস্য! কে সেই 'বিধায়ক'? শোরগোল!
advertisement
আরও পড়ুন: জাগো বাংলার অনুষ্ঠানে অনুপস্থিত বাবুল সুপ্রিয়, ‘বিস্মরণ’ নিয়ে চর্চা তুঙ্গে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজীবপুর হাই স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে একটি খাতা কিনতে বেরিয়েছিল। খাতা কিনে স্কুলে ফেরার সময় হঠাৎ বাইকে করে আসা অপরিচিত ওই দুই যুবক তার রাস্তা আটকায়। পেটে চাকু ধরে খুনের হুমকি দিয়ে বেশ কিছুটা পথ হাঁটিয়ে নিয়ে যায় তাকে। পরে একটি বাইকে চাপিয়ে তাকে নাদনঘাট ব্রিজ পর্যন্ত নিয়ে যায়। ওই ছাত্রীর মুখে ওষুধের মতো কিছু একটি ঠেলে দেওয়ারও চেষ্টা করে ওই যুবকেরা। আর এরপরেই এক যুবক বাইক থামিয়ে জল আনতে গেলে অপর যুবকের হাতে কামড়ে কোনও ক্রমে পালিয়ে আসে ওই ছাত্রী।
পরে নাদনঘাট মোড় থেকে একটি টোটো করে সে নাদনঘাট অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের এক বান্ধবীর কাছে হাজির হয়। সেখান থেকে তাঁকে অসুস্থ অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কালনা হাসপাতালেই হাজির হয় পুলিশ। পুলিশকেও সে তাকে অপহরণের চেষ্টার পুরো ঘটনার কথা জানায়।
এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নাদনঘাট থানা পুলিশ। এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে নাদনঘাট থানার পুলিশ।