কিন্তু বর্তমানে বেশ কিছু রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি করছেন। আর আমাদের স্কুলে সমস্ত ধর্মের ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করেন। তাহলে দেশের বর্তমান পরিস্থিতি দেখে তাদের মধ্যে কি বার্তা পৌঁছাবে? সেই বিষয়টিকেই পরিস্ফুটিত করতে, ভারতের আসল মর্যাদাকে পরিস্ফুটিত করতে একটা বড় প্ল্যাটফর্ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে বেছে নেওয়া হয়েছে এই মূকাভিনয় পরিবেশনের জন্য। যাতে করে স্কুলের বর্তমান পড়ুয়ারা থেকে প্রাক্তন পড়ুয়াদের, অভিভাবকদের মধ্যেও এই ভারত ভাব অর্থাৎ সবাই একসাথে থাকার বার্তা আমরা পৌঁছে দিতে পারি।" আজ বীরভূমের হেতমপুরের গড়ের মাঠে অনুষ্ঠিত মূকাভিনয়ে দেখা যায়, স্কুলের পড়ুয়ারা কেউ মৌলবি, কেউ পুরোহিত, আবার খ্রিস্টান রূপে ময়দানে। আর তারা যখন ধর্মের দোহায় দিয়ে নিজেদের মধ্যে লড়াইয়ে নেমে পড়ে তখন ছুটে আসেন ভারতমাতা।
advertisement
ভারতমাতা তাদের বোঝান, 'তোরা সবাই আমার সন্তান, কেউ আলাদা নয়। সবাই একসাথে থাক। এটাই আমাদের ভারতবর্ষ। এই ক্রীড়া প্রতিযোগিতায় ২৬ টি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। যেখানে ২৭৫ পড়ুয়াদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দিনভর চলে এই ক্রীড়া প্রতিযোগিতা।