TRENDING:

এয়ারপোর্ট লাগোয়া হোটেলগুলোয় যা চলছে! এবার চালু নতুন নিয়ম! কারা যেতে পারবেন জেনে নিন

Last Updated:

বাগুইআটি ও বিমানবন্দর থানার হোটেল, গেস্ট হাউস ও লজগুলির সাথে পুলিশের সমন্বয়ের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে। হোটেল বুকিংয়ের সময় কী কী করতেই হবে জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিভিন্ন সময় নানান অপরাধমূলক কাজ বা অপ্রীতিকর কার্যকলাপ হয় এই হোটেল, লজে। এমন ঘটলে সরাসরি এয়ারপোর্ট থানাকে জানাতে পারেন হোটেল, লজ, গেস্ট হাউসের কর্তৃপক্ষরা।
বিভিন্ন সময় নানান অপরাধমূলক কাজ বা অপ্রীতিকর কার্যকলাপ হয় এই হোটেল, লজে। এমন ঘটলে সরাসরি এয়ারপোর্ট থানাকে জানাতে পারেন হোটেল, লজ, গেস্ট হাউসের কর্তৃপক্ষরা।
advertisement

থানার সাথে লজ, হোটেল ও গেস্ট হাউসের সমন্বয় সাধনের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার কারণ? বিভিন্ন সময় নানান অপরাধমূলক কাজ বা অপ্রীতিকর কার্যকলাপ হয় এই হোটেল, লজে। এমন ঘটলে সরাসরি এয়ারপোর্ট থানাকে জানাতে পারেন হোটেল, লজ, গেস্ট হাউসের কর্তৃপক্ষরা।

জগদীপ ধনখড়ের মতো ‘ভুল’ আর করবে না বিজেপি! উপরাষ্ট্রপতি নির্বাচনে এর পর কী প্ল্যান NDA-র?

advertisement

ডিপ ফ্রিজে জমছে বরফের পাহাড়? ডিফ্রস্ট না করেই বর্ষায় ফ্রিজারে করুন ৮ জিনিস গলে জল হবে বরফ!

আজকের মিটিংয়ে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে। ও প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে হোটেল, লজ ও গেস্ট হাউসের কর্তৃপক্ষদের।

advertisement

এবার থেকে গেস্ট হাউস, হোটেল, লজের জন্য ১.) SARAI লাইসেন্স বাধ্যতামূলক। ২.) অতিথিদের আইডি চেক করতেই হবে। তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড নিতে হবে। নির্দিষ্ট একটি ফর্ম ফিলাপ করে তবেই রুম দিতে হবে অতিথিদের।

৩.) ভিন রাজ্য থেকে কেউ এলে তার বিষয়ে আগে থেকেই পুলিশকে জানিয়ে রাখতে হবে নতুন তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপে।

advertisement

৪.) ভিন রাজ্য থেকে আসা বা কোনও অতিথির কার্যকলাপ স্বাভাবিক না লাগলে আগে থেকেই নতুন তৈরি করে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে হবে কর্তৃপক্ষদের।

৫.) অভিভাবক ছাড়া কোনও নাবালক যদি হোটেল ভাড়া নেয় তাহলে ভাড়া দেওয়া যাবে না।

৬.) গেস্ট হাউস, হোটেল, লজে সিসিটিভি বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, এই সিসিটিভিতে দু মাসের ফুটেজ স্টোর রাখার ক্ষমতা যেন থাকে সে বিষয়ে কড়া জানিয়ে দিয়েছে পুলিশ।

advertisement

৭.) একই সঙ্গে অগ্নি নির্বাপক ব্যবস্থা, প্যানিক বোতাম ও প্রাথমিক চিকিৎসার মতো নানান প্রোটোকল রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

নিউটাউনে পাটনার খুনিদের আস্তানা ও খোঁজ মেলার পর হোটেল, লজ ও গেস্ট হাউজের নিয়মে কড়া হল প্রশাসন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এয়ারপোর্ট লাগোয়া হোটেলগুলোয় যা চলছে! এবার চালু নতুন নিয়ম! কারা যেতে পারবেন জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল