TRENDING:

Hooghly News: প্রতি‌‌যোগীদের আঁকা আলপনায় সেজে উঠল চন্দননগরের রাজপথ

Last Updated:

৮ থেকে ৮০ পুরুষ থেকে মহিলা সকলেই বয়স ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করেন চন্দননগরের বাগবাজার সার্বজনীনের আলপনা আঁকার প্রতিযোগিতায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: জগদ্ধাত্রী পুজোর আগে চন্দননগরের বাগবাজার সার্বজনীনের রাজপথ সেজে উঠেছে শ্বেতশুভ্র আলপনায়। সেই আলপনা আঁকার জন্য ভিড় বহু মানুষের। কারণ বাগবাজার সার্বজনীনের আলপনা আঁকার প্রতিযোগিতা এতটাই জনপ্রিয় শুধুমাত্র জেলা নয় জেলার বাইরে থেকে বহু সংখ্যক মানুষ আসেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
advertisement

আরও পড়ুন: এই মিষ্টি খেলে হবে না ডায়াবেটিস! উপকারী মিষ্টি স্বাদেও অনন্য, বলছে সরকার

আজ থেকে প্রায় ১৬ বছর আগে বাগবাজার সার্বজনীন এর ১৭৫ তম বছর যখন ছিল সেই বছর প্রথম শুরু হয় এই অলপনা আঁকার প্রতিযোগিতা। প্রথম বছর ১৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতার। পরবর্তীতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে আলপনা প্রতিযোগিতার প্রসার। এই বছর বাগবাজার সার্বজনীন এর ১৮৯ তম বর্ষ। ১৮৯ তম বছরে এ বছরের মোট প্রতিযোগী সংখ্যা ছিল ৩৫৪ জন। ৮ থেকে ৮০ পুরুষ থেকে মহিলা সকলেই বয়স ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়।

advertisement

আরও পড়ুন: সারমেয়দের গলায় মালা পরিয়ে পুজো করে হুগলির চন্দননগরে পালন হল কুকুর তিহার উৎসব

View More

এই বিষয়ে বাগবাজার সার্বজনীন এক পুজো উদ্যোক্তা তিনি জানান, আলপনা বাংলার একটি প্রাচীন ঐতিহ্যময় শিল্প। কালের নিয়মে সেই শিল্প আস্তে আস্তে অবলুপ্তির পথে যেতে বসেছিল। সময়ের অভাবে বা অন্যান্য কারণে বাড়ির মা বোনেরা আলপনা আঁকা থেকে বিরত থাকেন আর সেই কারণেই বাজারের ব্যাপক আকারে চাহিদা প্লাস্টিকের রেডিমেড আলপনার।

advertisement

বাগবাজার সার্বজনীন সবসময় ঐতিহ্যকে সঙ্গে নিয়ে থাকতে পছন্দ করে। তাই পুজো উদ্যোক্তারা মিলে ঠিক করেন বাংলার শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তারা আলপনা প্রতিযোগিতার আয়োজন করবেন। পরবর্তীতে এই প্রতিযোগিতা এতটাই সফলতা পায় এখন তাদের দেখাদেখি চন্দননগরের বিভিন্ন পুজোমন্ডপে আলপনার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এমনকি এই আলপনার প্রতিযোগিতা দেখে কলকাতায় দুর্গাপুজোর সময়ও বিভিন্ন জায়গায় আলপনা দেওয়ার এখন প্রচলন উঠেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: প্রতি‌‌যোগীদের আঁকা আলপনায় সেজে উঠল চন্দননগরের রাজপথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল