কুলতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বসান হয়েছে স্ট্রিট লাইট। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা ভাবতেই পারিনি সুন্দরবনের রাস্তায় এমনভাবে আলো জ্বলবে। কলকাতায় গিয়ে লাইট দেখতাম। এখানে কখনও হবে, ভাবিনি।” তাদের কথায়, “মেয়েরা টিউশন থেকে ফিরতে ভয় পেত। এখন রাস্তা আলোয় ভরে থাকায় অনেকটাই নিশ্চিন্ত। আমাদের নিরাপত্তা অনেকটা বেড়েছে। আগে চলাচলে সমস্যা ছিল। কিছু দেখা যেত না। এখন অনেকটাই সুবিধা হয়েছে। তার পরে চুরি, ছিনতাইয়ের ভয় ছিল সবসময়। এখন আলোয় সেই ভয় অনেকটাই দূর হয়েছে।”
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: এমন রেকর্ড কোনও দল চায় না! সেটাই ওভালে করল ভারতীয় দল
এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। তাঁদের দীর্ঘদিনের দাবিরই বাস্তবায়ন হয়েছে। এই প্রসঙ্গে কুলতলির বিধয়ক বলেন,২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের কাজ চলছে। কুলতলিতেও তারই প্রতিফলন দেখা যাচ্ছে। আগামী দিনে আরও কাজ হবে। কারণ প্রতিদিন সূর্য ডোবার পর কুলতলী চলে যেত অন্ধকারে আর সে অন্ধকার কাটিয়ে আলোয় ভরা এই নতুন অধ্যায় শুধু কুলতলির গর্ব নয়, বরং সুন্দরবনের মতো পিছিয়ে থাকা এলাকায় উন্নয়নের আশার আলো বলেই মনে করছেন সকলে।
সুমন সাহা