TRENDING:

Multiple Pins Removed from Abdomen: অবাক কাণ্ড! রোগীর পেটের ভিতরে ফুটে অজস্র পিন! অস্ত্রোপচার করতেই হতবাক চিকিৎসক....

Last Updated:

ভয়ানক ঘটনা! এক যুবকের পেট থেকে অস্ত্রোপচার করে বের করা হল ৯টি পিন! ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সামসেরগঞ্জের ডিডিএইচ নার্সিংহোমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেদার প্রামানিক, সামসেরগঞ্জ: ভয়ানক ঘটনা! এক যুবকের পেট থেকে অস্ত্রোপচার করে বের করা হল ৯টি পিন! ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সামসেরগঞ্জের ডিডিএইচ নার্সিংহোমে। জেনারেল সার্জেন ডক্টর সামিউল্লাহ লস্করের তত্ত্বাবধানে ওই যুবকের পেটের বিভিন্ন অংশে গেঁথে থাকা পিন বা সূচগুলো বের করা হয়। যা পরিবারের লোকের কাছে একেবারেই কল্পনাতিত ব্যাপার।
অবাক কাণ্ড! রোগীর পেটের ভিতরে ফুটেছিল অজস্র পিন! অস্ত্রোপচার করতেই হতবাক চিকিৎসক....
অবাক কাণ্ড! রোগীর পেটের ভিতরে ফুটেছিল অজস্র পিন! অস্ত্রোপচার করতেই হতবাক চিকিৎসক....
advertisement

আরও পড়ুন- তারাপীঠ কেন মহাশ্মশান? কৌশিকী অমাবস্যার রাতে কী হয় এখানে? জেনে নিন বিশদে

জানা গিয়েছে, মালদার কালিয়াচকের ওই মূক-বধীর যুবক হায়দার শেখ বেশ কিছুদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন। বহু জায়গায় চিকিৎসা করেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। ছবি করেও কিছুই পাওয়া যাচ্ছিল না পেটে। অতঃপর, দিন তিনেক আগে সামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন এলাকায় অবস্থিত ডি ডি এইচ নার্সিংহোমের চিকিৎসক সামিউল্লাহ লস্করের কাছে আসেন পরিবারের লোকজন। তার পরেই বিষয়টি খতিয়ে দেখা হয়।

advertisement

নিজের তত্ত্বাবধানেই পেটের এক্স রে করান ডাক্তার সামিউল্লাহ লস্কর। সেই ছবিতেই কার্যত ধরা পড়ে পেটের বিভিন্ন অংশে সূচ গেঁথে রয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে তড়িঘড়ি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। চিকিৎসক জানিয়েছেন, ‘মাল্টিপিল নিডল রিমুভড ফ্রম এবডোমিনাল ওয়াল’ অর্থাৎ, পেটের ভিতরের দেওয়াল থেকে অজস্র সূচ বের করে আনা হয়েছে।

আরও পড়ুন- এই ৭ খাবার বাড়িয়ে দিচ্ছে আপনার বয়স! কমছে আয়ু…জেনে নিন কেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হাসপাতাল সূত্রে খবর, হায়দার শেখের পেটের বিভিন্ন অংশে গেঁথে থাকা ৯টি সূচ বের করা হয়। এই ঘটনা একপ্রকার নজিরবিহীন। যদিও কী ভাবে তাঁর পেটে এই সূচ প্রবেশ করেছে তা স্পষ্ট নয় চিকিৎসকদের কাছেও। আপাতত সূচ বের করার পর সুস্থ রয়েছেন ওই যুবক। স্বস্তির নিঃশ্বাস পরিবারেও। ব্যতিক্রমী চিকিৎসা দিয়ে ওই যুবককে সুস্থ করে তোলায় খুশি ডিডিএইচ নার্সিংহোমের ডাক্তারবাবু সামিউল্লাহ লস্কর, ডিডিএইচের এমডি মোস্তাক আজাদ ওরফে পাপ্পু সহ অন্যান্য কর্মকর্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Multiple Pins Removed from Abdomen: অবাক কাণ্ড! রোগীর পেটের ভিতরে ফুটে অজস্র পিন! অস্ত্রোপচার করতেই হতবাক চিকিৎসক....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল