পশ্চিমবঙ্গের এক প্রান্তে জঙ্গলমহলের গ্রাম ঢাঙ্গিকুসুম। মূলত অখ্যাত এই গ্রাম বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে। এলাকার অধিবাসীদের প্রাচীন জীবিকা ছিল পাথর শিল্প। গভীর জঙ্গলে গিয়ে পাহাড় থেকে পাথর সংগ্রহ করে এনে নানান জিনিস বানিয়ে এদিক ওদিক বিক্রি করা ছিল রুটি রুজির উৎস। তবে কালের নিয়মে ফাইবার, প্লাস্টিকের যুগে ব্যবহার কমেছে পাথরের থালা-বাটির। গোটা গ্রাম জুড়ে সকলে এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান প্রজন্ম মুখ ফিরিয়েছে। তবে এখনও পূর্বপুরুষদের সেই পেশা টিকিয়ে রেখেছেন হাতেগোনা কয়েকজন। সারা বছর বিক্রি তথৈবচ অবস্থায় থাকলেও বছরে নির্দিষ্ট সময়ে পর্যটন মরশুমে সামান্য বিক্রি হয়।
advertisement
আরও পড়ুন : ‘হেলমেট পরে সবাই বাইক চালান’! মুদির দোকানদারের কাণ্ড জানলে চমকে যাবেন
কীভাবে বানানো হয়, এই পাথরের নানান জিনিস? প্রথমে গভীর জঙ্গলে গিয়ে সেখানে পাথর কাটা হয়, এরপর সেই পাথর নিয়ে আসা হয়। সেই পাথরকে কেটে বিভিন্ন রূপ দেওয়া হয়। পরে তা পালিশ করে বানানো হয় ডিনার সেট কিংবা পুজোর নানান উপকরণ। স্বাভাবিকভাবে যে পরিমাণ কষ্ট হয়, সে অর্থে মেলে না টাকা। তবুও পর্যটনের কয়েক মাসের এই মরশুমে বিক্রি হয়। হাতেগোনা কয়েকটি পরিবার টিকিয়ে রেখেছেন পাথর শিল্পকে।
থালা-বাটি-গ্লাস, পুজোর সামগ্রী মিলিয়ে প্রায় পঞ্চাশ ধরনের নানান জিনিস রয়েছে তাদের কাছে। ঘুরতে আসা পর্যটকেরা কিনছেন সেই সকল জিনিস। দাম রয়েছে ৪০ থেকে ২-৩ হাজার পর্যন্ত।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দাম দিয়ে কিনছেন পর্যটকেরা তবে সেই বিক্রি হাতে গোনা কয়েক মাস।
রঞ্জন চন্দ





