TRENDING:

সুন্দরবনের খুশির দিনেও প্রশ্ন রেখে দিল বক্সা

Last Updated:

সিকিমে বাঘের দেখা মিললেও, বক্সায় কেন বাঘ নেই, তা নিয়ে উঠছে প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুন্দরবন: বাঘ শূন্য বক্সা। বাংলার মুখ সুন্দরবন। সোমবার প্রকাশিত বাঘ সুমারির তথ্য বলছে, গত আট বছরে বেড়েছে আঠেরোটি বাঘের সংখ্যা। যদিও রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহার দাবি, সুমারিতে ধরা না পড়লেও বাঘ আছে বক্সাতেও।
advertisement

প্রতিকূলতা অনেক। তবুও বাঘ সুমারিতে বাংলার মুখ সেই সুন্দরবন। সোমবার প্রকাশিত কেন্দ্রীয় তথ্যে বলা হয়েছে, গত আট বছরে রয়্যাল বেঙ্গলের আঁতুরঘরে ডোরাকাটার সংখ্যা বেড়েছে আঠেরোটি। পরিসংখ্যান বলছে, দু’হাজার দশ সালে এই অঞ্চলে বাঘের সংখ্যা ছিল সত্তর। আট বছর পর, তা বেড়ে এখন অষ্টআশি।

সুন্দরবনের খুশির দিনেও প্রশ্ন বক্সাকে নিয়ে। সিকিমে বাঘের দেখা মিললেও, বক্সায় কেন বাঘ নেই, তা নিয়ে উঠছে প্রশ্ন। বন্যপ্রাণ সংরক্ষণ আইনকে আরও কঠোর করার দাবি করছেন বিশেষজ্ঞরা। যদিও রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা দাবি করছেন, বক্সাতেও বাঘ আছে।

advertisement

বাঘের সংখ্যা বাড়লেও সুন্দরবনের পরিবেশ নিয়ে বেশ কিছু উদ্বেগ প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় রিপোর্টে। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরা শিকারিদের অতি সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আশঙ্কা প্রকাশ করা হয়েছে সুন্দরবনের ভৌগলিক পরিবর্তন নিয়েও।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুন্দরবনের খুশির দিনেও প্রশ্ন রেখে দিল বক্সা