শারীরিক সমস্যাকে সঙ্গী করেই রাজ্য প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিশেষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, লটারির টিকিট বিক্রি করে বছর ৪৪-এর পার্থর সংসার চলে কোনওরকমে। দারিদ্রতাকে সঙ্গী করেই প্রতিদিনই চলে জীবন সংগ্রাম।
আরও পড়ুন- বর্ধমান মহারাজার তৈরি প্রায় ২০০ বছরের পুরনো মন্দির! পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব
advertisement
ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনের উপর বিশেষ আগ্রহ ছিল তাঁর। কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময়েই সেই আগ্রহ দিকভ্রষ্ট হয়ে যেত। তার মধ্যে থেকেই ব্যাট হাতে নিজের মতো করে অনুশীলন চালিয়ে যেতেন পার্থ।
কিন্তু দিন আনা দিন খাওয়া সংসারে ব্যাডমিন্টনের মতো খেলার খরচ জোগাড় করা তাঁর কাছে অনেক সময়েই কষ্টকর হয়ে পড়ত। আর তখনই মন খারাপ হয়ে যেত পার্থর।
পার্থর এই প্রতিভা এবং প্রতিবন্ধকতার কথা জানতে পেরে এগিয়ে আসেন এক মানবিক চিকিৎসক ডা: ইন্দ্রজিৎ মন্ডল। ডাক্তারবাবুর সহযোগিতায় এর পর থেকে নিজের অনুশীলন চালিয়ে যান পার্থ।
আর সেই কঠোর পরিশ্রমের ফল মেলে দীর্ঘ সময় পর। রাজ্য প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হওয়া রাজ্য প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন পার্থ।
প্রতিযোগিতার এস.এল তিন বিভাগে অংশ নিয়ে রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকে দেন পার্থ কীর্তনিয়া। এর আগে জাতীয় প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন পার্থ। কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে শেষ পর্যন্ত ছিটকে গিয়েছেন বেশ কয়েকবার। তাতেও থেমে যাননি তিনি।
আরও পড়ুন- জন্মাষ্টমীতে কচুয়া ধামে বাবা লোকনাথের দরজায় হাজার হাজার ভক্তের সমাগম! রইল ভিডিও
রাজ্য প্রতিযোগিতায় সফল হয়ে মনের জেদ আরও বেড়ে গিয়েছে বলেই জানান পার্থ। তাই আগামী দিনে আরও বেশি করে অনুশীলনে মন দিতে চান এই ব্যাডমিন্টন খেলোয়াড়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করারও ইচ্ছা রয়েছে তাঁর।
Rudra Narayan Roy