এর আগে, কখনও উত্তরবঙ্গে আবার কখনও কলকাতা সংলগ্ন এলাকায় আয়োজিত হয়েছে রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবার প্রত্যন্ত জঙ্গলমহলের উপর ভরসা রেখেছে প্রাথমিক শিক্ষা সংসদ। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়োজনে জঙ্গলমহলে এই প্রথমবার আয়োজিত হয়ে চলেছে এই ৪০ তম রাজ্যস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২৩টা জেলার সেরার সেরা প্রতিযোগীরা অংশ নেবে। রাণী শিরোমণির গড়কে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
জানা গিয়েছে, ৩৪টি বিভাগে মোট ৮৭০ জন প্রতিযোগী অংশ নিতে চলেছে। শিক্ষক তথা আয়োজক কমিটির অন্যতম সদস্য অখিলবন্ধু মহাপাত্র জানান, “এমন ধরনের এক সম্মানজনক প্রতিযোগিতা আয়োজন হতে চলেছে মেদিনীপুরে। গোটা মেদিনীপুর এবং ক্রীড়া জগতের জন্য অত্যন্ত আনন্দের খবর। গোটা জেলার মানুষের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারা প্রস্তুত,এই ক্রীড়াকে আরও সাফল্যমন্ডিত করে তোলার জন্য। প্রত্যন্ত জঙ্গলমহলে এমন আয়োজনে শিক্ষামন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো।”
আরও পড়ুনঃ IND vs NZ: মাথায় বাজ পড়ল ভারতের! সেমিফাইনালের আগে ছিটকে গেলেন দুই মহাতারকা? বড় আপডেট
শুক্রবার ও শনিবার জেলার শালবনী নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। থাকবেন জেলার একাধিক উচ্চ পদস্থ আধিকারিকেরা। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ থাকে ১৯৮৮ তে অবিভক্ত মেদিনীপুর জেলায় প্রথম রাজ্য স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০০৮ এ অবিভক্ত পশ্চিম মেদিনীপুরে রাজ্য স্তরীয় ক্রীড়ার আয়োজন হলেও সর্বশেষ বিভাজিত পশ্চিম মেদিনীপুরে এটাই প্রথম রাজ্য স্তরীয় ক্রীড়া।থাকবেন রাজ্যের সেচমন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া, সাংসদ জুন মালিয়া, সাংসদ দেব সহ বহু বিশিষ্ট জন। সাজসজ্জায় রয়েছে মেদিনীপুরের ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া।
রঞ্জন চন্দ