TRENDING:

South 24 Parganas News: গঙ্গাসাগর মেলা শেষের পরই সাগরদ্বীপের জন্য সুখবর

Last Updated:

সেতু তৈরি হলে গঙ্গাসাগরের ৩৭ কিলোমিটার রাস্তা বদলে যাবে জাতীয় সড়কে। ফলে যাতায়াতের সমস্যা অনেকটাই দূর হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর: সদ্য নির্বিঘ্নে শেষ হয়েছে এ বছরের গঙ্গাসাগর মেলা। গত কয়েক বছরে রাজ্য সরকারের উদ্যোগে গঙ্গাসাগর মেলার পরিকাঠামোর অভাবনীয় উন্নতি হয়েছে। তবে এখনও অনেক সমস্যা রয়ে গিয়েছে এই মেলাকে ঘিরে। সাগরদ্বীপের প্রধান সমস্যাই হল যাতায়াতের সমস্যা। সেই সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে‌ সেতু তৈরির দাবী জানাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। সাগরদ্বীপবাসীর সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে।
advertisement

আরও পড়ুন: ফলের নাম প্যাশন! সহজে এই বিদেশি ফল চাষ করে এক বছরে মালামাল হয়ে যান

এই সেতু তৈরি হলে গঙ্গাসাগরের ৩৭ কিলোমিটার রাস্তা বদলে যাবে জাতীয় সড়কে। ফলে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম থেকে মূল ভূখণ্ডের কাকদ্বীপের কাশীনগর এসে ১২ নম্বর জাতীয় সড়কে মিশবে। এই সুখবরের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ দাবি জোরালো হয়ে উঠেছে। অনেকদিন ধরেই গঙ্গাসাগর মেলাকে কুম্ভ মেলার মত জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হচ্ছে। কিন্তু এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কোন‌ও পদক্ষেপ করেনি। ফের সেই দাবি জোড়াল হয়ে উঠল।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা হলে কেন্দ্রের থেকে অনেক বেশি আর্থিক সাহায্য পাওয়া যাবে। সেই অর্থ দিয়ে কপিলমুনি আশ্রমের সামনের নদী ভাঙন রোখা যাবে বলে মনে করছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। জানা গিয়েছে নাবার্ডের সহযোগিতায় রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় এই সেতু তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এতদিন পর্যাপ্ত টাকা না থাকায় এই কাজ আটকে ছিল। এই সেতু নির্মাণের জন্য প্রয়োজন ১ হাজার ৬৪৮ কোটি টাকা। ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে নাবার্ডের সঙ্গে পূর্ত দফতরের আলোচনা হয়েছে। নবান্ন সূত্রে খবর, সহজ শর্তে ঋণের বিষয়ে নাবার্ডের আধিকারিকরা নীতিগত সম্মতি জানিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গঙ্গাসাগর মেলা শেষের পরই সাগরদ্বীপের জন্য সুখবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল