TRENDING:

Jhargram News: ২ কোটি ৫৪ লাখ টাকা দিচ্ছে রাজ্য, ফ্লাইওভার নিয়ে নয়া পরিকল্পনা, চাহিদাপূরণ হতে চলেছে ঝাড়গ্রামবাসীদের

Last Updated:

প্রায় এক দশক পর চেহারা বদলাতে চলেছে ঝাড়গ্রামের ব্রিটিশ আমলের মার্কেটের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: প্রায় এক দশক পর চেহারা বদলাতে চলেছে ঝাড়গ্রামের ব্রিটিশ আমলের সুপ্রাচীন জুবলি মার্কেটের। রাজ্যের পালাবদলের পর ঝাড়গ্রামের মানুষকে যানজট মুক্ত করতে এবং ঝাড়গ্রাম শহরের গতি বৃদ্ধি করতে রাজ্য সরকার টাটানগর খড়গপুর রেল লাইনের উপর ফ্লাইওভার নির্মাণ করে। ফ্লাইওভার নির্মাণের ফলে শহরের মানুষের যাতায়াতের সুবিধার পাশাপাশি গতি বৃদ্ধি পায় শহরের। কিন্তু অচিরেই মুখ থুবড়ে পড়ে ঝাড়গ্রামের সর্বপ্রাচীন বাজার জুবলি মার্কেট। ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কে টাটানগর খড়গপুর রেল লাইনের উপর ঝাড়গ্রাম শহরের উপর ফ্লাইওভার তৈরির ফলে জুবলি মার্কেটের ঢোকার রাস্তা একেবারে শেষ হয়ে যায়।
advertisement

ফলে দীর্ঘদিন থেকে বহুবার আন্দোলন সহ একাধিক দফতরে চিঠি লেখে ফ্লাইওভারের দু’পাশে সার্ভিস রোড তৈরির জন্য দাবি জানাতে থাকে। অবশেষে সেই দাবিতে সীলমোহর দিল রাজ্য সরকার। ঝাড়গ্রাম ফ্লাইওভারের দু’পাশে সার্ভিস রোড তৈরি করার জন্য ২ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। খুব দ্রুত শুরু হয়ে যাবে রাস্তা নির্মাণের কাজ। সার্ভিস রোড নির্মাণের সময় কোনও বাধা না আসে তার জন্য সমস্ত এলাকা পরিদর্শন করেন ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভজিৎ গুপ্ত, পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, ঝাড়গ্রামের বিএলআরও, ১০ নম্বর এবং ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো ও গোবিন্দ সোমানি।

advertisement

আরও পড়ুন: ঝাড়গ্রামে টাইগার সাফারি! কবে থেকে এমন ভাগ্যবান হওয়ার সুযোগ পাবেন পর্যটকরা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

জানা গিয়েছে, ঝাড়গ্রাম ফ্লাইওভার দু’ভাগে বিভক্ত রয়েছে। ফ্লাইওভারের উত্তর দিকে রয়েছে ঝাড়গ্রাম পৌরসভা। দক্ষিণ প্রান্তে রয়েছে ঝাড়গ্রামের জুবলি মার্কেট সহ মূল বাজার। ইতিমধ্যেই ঝাড়গ্রাম পৌরসভার দিকে জাতীয় সড়কের আদলে লোহার রড বেঁধে কংক্রিটের রাস্তা কিছুটা নির্মাণ করা রয়েছে। আর কিছুটা নির্মাণ করলেই পৌরসভার দিকের সার্ভিস রোড তৈরি হয়ে যাবে। অপরদিকে, লোকাল বোর্ড থেকে সাবজি মার্কেট হয়ে যাতায়াত করতে হয় নতুনডিহি, বামদা, কেশবডিহি সহ বিভিন্ন এলাকার মানুষজনকে। তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় কেউ অসুস্থ হলে বা কোন অগ্নিসংযোগের ঘটনা হলে দমকল বা অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে পারে না। লোকাল বোর্ড থেকে শিব মন্দির মোড় পর্যন্ত ফ্লাইওভারের দু’পাশে সার্ভিস রোড তৈরি হলে জুবলি মার্কেটের হাল ফেরার পাশাপাশি উপকৃত হবে অরণ্য শহরবাসী।

advertisement

ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভজিৎ গুপ্ত বলেন, “প্রায় ১২ বছর আগে ঝাড়গ্রাম ফ্লাইওভার তৈরি হয়েছে। নানা কারণের জন্য ফ্লাইওভারের দু’পাশে সার্ভিস রোড নির্মাণ করা সম্ভব হয়নি। সার্ভিস রোড নির্মাণ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ২ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ফ্লাইওভারের দু’পাশে থাকা দোকানদারদের সঙ্গে আলোচনা হয়েছে এবং যে সমস্ত দোকানদাররা খাস জায়গায় দোকান করে রয়েছে তাদের বিকল্প ব্যবস্থার ভাবনা-চিন্তা চলছে। সার্ভিস রোড নির্মাণের পাশাপাশি দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ২ কোটি ৫৪ লাখ টাকা দিচ্ছে রাজ্য, ফ্লাইওভার নিয়ে নয়া পরিকল্পনা, চাহিদাপূরণ হতে চলেছে ঝাড়গ্রামবাসীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল