TRENDING:

SSC: এসএসসি অযোগ‍্য শিক্ষকদের তালিকায় তৃণমূলের দাপুটে নেতা! নাম প্রকাশ হতেই হইচই, কী বললেন বিভাস মালিক?

Last Updated:

SSC: অযোগ্য শিক্ষকদের তালিকায় নাম রয়েছে খানাকুলের তৃণমূল নেতা বিভাস মালিকেরও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: গতকাল শনিবারেই সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ‍্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। অযোগ্য শিক্ষকদের তালিকায় নাম রয়েছে খানাকুলের তৃণমূল নেতা বিভাস মালিকেরও। তৃণমূল নেতা, কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রীর কন‍্যা, অযোগ‍্যদের তালিকায় একাধিক নাম ঘিরে শুরু বিতর্কের ঝড়।
এসএসসি অযোগ‍্য শিক্ষকদের তালিকায় তৃণমূলের দাপুটে নেতা! কী বললেন বিভাস মালিক?
এসএসসি অযোগ‍্য শিক্ষকদের তালিকায় তৃণমূলের দাপুটে নেতা! কী বললেন বিভাস মালিক?
advertisement

তৃণমূল নেতা বিভাস মালিক তারকেশ্বর মহাবিদ্যালয় স্কুলে চাকরি করতেন। অযোগ্য তালিকায় তাঁর ৩১৬ নম্বরে নাম রয়েছে। হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। তাঁর দাবি, ‘‘আমি স্বচ্ছভাবেই পরীক্ষা দিয়েছি। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট যেখানে বিচার করতে পারেনি, সেখানে আমাদের দাগিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া নতুন করে পরীক্ষার জন্য তিনি আবেদন করেননি বলে দাবি করেন।’’

advertisement

আরও পড়ুন: অযোগ‍্যদের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর! এবার কী করবেন কুহেলি ঘোষ? যা জানালেন, শুনে চমকে যাচ্ছে সকলে

আরও পড়ুন: ‘ড্রাগন আর হাতি…’, মোদিকে এ কী বললেন শি জিনপিং! যা বোঝানোর, বুঝিয়ে দিলেন এক লাইনেই! শেষমেশ ‘জয়ী’ ভারতই

অযোগ‍্যদের তালিকায় নাম রয়েছে তৃণমূলের কাউন্সিলর কুহেলি ঘোষেরও। নিজের নাম থাকায় ক্ষুব্ধ কাউন্সিলর কুহেলি ঘোষও। আইনি পথে হাঁটবার কথাও ভাবছেন বলেই জানালেন তিনি। তিনি জানান, ‘‘আমি চাকরিটা নিজের যোগ‍্যতাতেই পেয়েছি। আমি সিবিআই-কে চ্যালেঞ্জ করে আগেই মামলা করেছিলাম। আদালতে বলে এসেছিলাম, আমাকে যে কোনও তদন্তকারী সংস্থা ডাকুক। কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ ডাকেনি। গতকাল জানতে পারি তালিকা প্রকাশ হবে। সেই তালিকায় আমার নাম আছে। কিন্তু কেন আমার নাম আছে, সেটা আমার কাছে পরিষ্কার নয়।’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC: এসএসসি অযোগ‍্য শিক্ষকদের তালিকায় তৃণমূলের দাপুটে নেতা! নাম প্রকাশ হতেই হইচই, কী বললেন বিভাস মালিক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল