তৃণমূল নেতা বিভাস মালিক তারকেশ্বর মহাবিদ্যালয় স্কুলে চাকরি করতেন। অযোগ্য তালিকায় তাঁর ৩১৬ নম্বরে নাম রয়েছে। হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। তাঁর দাবি, ‘‘আমি স্বচ্ছভাবেই পরীক্ষা দিয়েছি। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট যেখানে বিচার করতে পারেনি, সেখানে আমাদের দাগিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া নতুন করে পরীক্ষার জন্য তিনি আবেদন করেননি বলে দাবি করেন।’’
advertisement
অযোগ্যদের তালিকায় নাম রয়েছে তৃণমূলের কাউন্সিলর কুহেলি ঘোষেরও। নিজের নাম থাকায় ক্ষুব্ধ কাউন্সিলর কুহেলি ঘোষও। আইনি পথে হাঁটবার কথাও ভাবছেন বলেই জানালেন তিনি। তিনি জানান, ‘‘আমি চাকরিটা নিজের যোগ্যতাতেই পেয়েছি। আমি সিবিআই-কে চ্যালেঞ্জ করে আগেই মামলা করেছিলাম। আদালতে বলে এসেছিলাম, আমাকে যে কোনও তদন্তকারী সংস্থা ডাকুক। কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ ডাকেনি। গতকাল জানতে পারি তালিকা প্রকাশ হবে। সেই তালিকায় আমার নাম আছে। কিন্তু কেন আমার নাম আছে, সেটা আমার কাছে পরিষ্কার নয়।’’