SSC Tainted List: অযোগ‍্যদের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর! এবার কী করবেন কুহেলি ঘোষ? যা জানালেন, শুনে চমকে যাচ্ছে সকলে

Last Updated:

SSC Tainted List: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই অযোগ‍্যদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি।

অযোগ‍্যদের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর! এবার কী করবেন কুহেলি ঘোষ? যা জানালেন, শুনে চমকে যাচ্ছে সকলে
অযোগ‍্যদের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর! এবার কী করবেন কুহেলি ঘোষ? যা জানালেন, শুনে চমকে যাচ্ছে সকলে
দক্ষিণ ২৪ পরগণা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই অযোগ‍্যদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় নাম রয়েছে তৃণমূলের কাউন্সিলর কুহেলি ঘোষের নাম। খোদ কাউন্সিলরের নাম থাকার পর শুরু হয়েছে বিতর্কের ঝড়। নিজের নাম থাকায় ক্ষুব্ধ কাউন্সিলর কুহেলি ঘোষও। আইনি পথে হাঁটবার কথাও ভাবছেন বলেই জানালেন তিনি।
কুহেলি জানান, ‘‘আমি চাকরিটা নিজের যোগ‍্যতাতেই পেয়েছি। আমি সিবিআই-কে চ্যালেঞ্জ করে আগেই মামলা করেছিলাম। আদালতে বলে এসেছিলাম, আমাকে যে কোনও তদন্তকারী সংস্থা ডাকুক। কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ ডাকেনি। গতকাল জানতে পারি তালিকা প্রকাশ হবে। সেই তালিকায় আমার নাম আছে। কিন্তু কেন আমার নাম আছে, সেটা আমার কাছে পরিষ্কার নয়।’’
advertisement
advertisement
কুহেলি ঘোষ বর্তমানে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। তিনি বর্তমানে সোনারপুরের চৌহাটি হাইস্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে কর্মরতা। পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর তিনি। এর আগে তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
advertisement
পরে সেই চাকরিতে ইস্তফা দিয়ে তিনি নতুন চাকরিতে যোগ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁর প্রাথমিকের চাকরিটি ফেরত পাওয়ার কথা। যদিও সূত্রের খবর, পরীক্ষায় বসার জন্য একটি নতুন অ্যাডমিট কার্ড তিনি শুক্রবার পেয়েছিলেন। তবে বাতিল হয়ে গিয়েছে অন্য আবেদনপত্রটি। সেটি কেন হয়েছে তা বুঝতে পারছেন না তৃণমূল কাউন্সিলর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Tainted List: অযোগ‍্যদের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর! এবার কী করবেন কুহেলি ঘোষ? যা জানালেন, শুনে চমকে যাচ্ছে সকলে
Next Article
advertisement
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী
  • আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

VIEW MORE
advertisement
advertisement