Donald Trump: মেকআপে ঢাকার চেষ্টা হাতের কালো দাগ, পা ফোলা...কী হয়েছে ট্রাম্পের? ‘ট্রাম্প মৃত’ হঠাত্ কেন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়? ভান্সের সাক্ষাত্কারের পরেই তুমুল চর্চা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Donald Trump: এক্স মাধ্যমে বেশকিছুদিন ধরেই ট্রেন্ডিং ‘ট্রাম্প ইজ ডেড (ট্রাম্প মৃত)’। আমেরিকার প্রেসিডেন্ট বেঁচেই রয়েছেন, তাও ভাইরাল ‘তাঁর মৃত্যু’। এই বাক্যাংশটি ভাইরাল হওয়ার পরেই নতুন করে আবার চর্চায় ট্রাম্পের স্বাস্থ্য।
কখনও ট্যারিফ নীতি কিংবা রাশিয়ার-ইউক্রেন যুদ্ধ, একাধিক বিষয়ে তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। তবে এবার ডোনাল্ড ট্রাম্প নিজে নন, ভাইরাল তাঁর নাম নিয়ে একটি বাক্য। এক্স মাধ্যমে বেশকিছুদিন ধরেই ট্রেন্ডিং ‘ট্রাম্প ইজ ডেড (ট্রাম্প মৃত)’। আমেরিকার প্রেসিডেন্ট বেঁচেই রয়েছেন, তাও ভাইরাল ‘তাঁর মৃত্যু’। এই বাক্যাংশটি ভাইরাল হওয়ার পরেই নতুন করে আবার চর্চায় ট্রাম্পের স্বাস্থ্য।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ট্রাম্প ফিট জানিয়ে জেডি ভান্স বলেন, ‘‘যদি ভয়ানক ট্র্যাজেডি ঘটে। কিন্তু আমি খুব আত্মবিশ্বাসী যে প্রেসিডেন্ট ভাল অবস্থায় আছেন। তিনি তাঁর মেয়াদ নির্বিঘ্নেই শেষ করবেন এবং আমেরিকাবাসীর জন্য অসাধারণ কাজ করবেন। ঈশ্বর না করুন, একটি ভয়ানক ট্র্যাজেডি ঘটে, আমি গত ২০০ দিনে যা পেয়েছি তার চেয়ে ভাল চাকরিক্ষেত্রে প্রশিক্ষণ কল্পনা করতে পারি না।’’
advertisement
advertisement