Donald Trump: মেকআপে ঢাকার চেষ্টা হাতের কালো দাগ, পা ফোলা...কী হয়েছে ট্রাম্পের? ‘ট্রাম্প মৃত’ হঠাত্‍ কেন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়? ভান্সের সাক্ষাত্‍কারের পরেই তুমুল চর্চা

Last Updated:
Donald Trump: এক্স মাধ‍্যমে বেশকিছুদিন ধরেই ট্রেন্ডিং ‘ট্রাম্প ইজ ডেড (ট্রাম্প মৃত)’। আমেরিকার প্রেসিডেন্ট বেঁচেই রয়েছেন, তাও ভাইরাল ‘তাঁর মৃত‍্যু’। এই বাক‍্যাংশটি ভাইরাল হওয়ার পরেই নতুন করে আবার চর্চায় ট্রাম্পের স্বাস্থ‍্য।
1/10
কখনও ট‍্যারিফ নীতি কিংবা রাশিয়ার-ইউক্রেন যুদ্ধ, একাধিক বিষয়ে তাঁর মন্তব‍্য সোশ‍্যাল মিডিয়ায় চর্চার বিষয়। তবে এবার ডোনাল্ড ট্রাম্প নিজে নন, ভাইরাল তাঁর নাম নিয়ে একটি বাক‍্য। এক্স মাধ‍্যমে বেশকিছুদিন ধরেই ট্রেন্ডিং ‘ট্রাম্প ইজ ডেড (ট্রাম্প মৃত)’। আমেরিকার প্রেসিডেন্ট বেঁচেই রয়েছেন, তাও ভাইরাল ‘তাঁর মৃত‍্যু’। এই বাক‍্যাংশটি ভাইরাল হওয়ার পরেই নতুন করে আবার চর্চায় ট্রাম্পের স্বাস্থ‍্য। কখনও ট‍্যারিফ নীতি কিংবা রাশিয়ার-ইউক্রেন যুদ্ধ, একাধিক বিষয়ে তাঁর মন্তব‍্য সোশ‍্যাল মিডিয়ায় চর্চার বিষয়। তবে এবার ডোনাল্ড ট্রাম্প নিজে নন, ভাইরাল তাঁর নাম নিয়ে একটি বাক‍্য। এক্স মাধ‍্যমে বেশকিছুদিন ধরেই ট্রেন্ডিং ‘ট্রাম্প ইজ ডেড (ট্রাম্প মৃত)’। আমেরিকার প্রেসিডেন্ট বেঁচেই রয়েছেন, তাও ভাইরাল ‘তাঁর মৃত‍্যু’। এই বাক‍্যাংশটি ভাইরাল হওয়ার পরেই নতুন করে আবার চর্চায় ট্রাম্পের স্বাস্থ‍্য।
কখনও ট‍্যারিফ নীতি কিংবা রাশিয়ার-ইউক্রেন যুদ্ধ, একাধিক বিষয়ে তাঁর মন্তব‍্য সোশ‍্যাল মিডিয়ায় চর্চার বিষয়। তবে এবার ডোনাল্ড ট্রাম্প নিজে নন, ভাইরাল তাঁর নাম নিয়ে একটি বাক‍্য। এক্স মাধ‍্যমে বেশকিছুদিন ধরেই ট্রেন্ডিং ‘ট্রাম্প ইজ ডেড (ট্রাম্প মৃত)’। আমেরিকার প্রেসিডেন্ট বেঁচেই রয়েছেন, তাও ভাইরাল ‘তাঁর মৃত‍্যু’। এই বাক‍্যাংশটি ভাইরাল হওয়ার পরেই নতুন করে আবার চর্চায় ট্রাম্পের স্বাস্থ‍্য।
advertisement
2/10
ট্রেন্ডের শুরু হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাম্প্রতিক সাক্ষাত্‍কারের পর। সাক্ষাত্‍কারে ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয় ট্রাম্পের ‘ভালমন্দ’ কিছু হলে তিনি প্রেসিডেন্ট পদ সামলাতে প্রস্তুত কিনা।
ট্রেন্ডের শুরু হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাম্প্রতিক সাক্ষাত্‍কারের পর। সাক্ষাত্‍কারে ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয় ট্রাম্পের ‘ভালমন্দ’ কিছু হলে তিনি প্রেসিডেন্ট পদ সামলাতে প্রস্তুত কিনা।
advertisement
3/10
৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ‍্য সমস‍্যা নিয়েও জানতে চাওয়া হয় তাঁকে। আসলে আমেরিকার ট্রাম্পের স্বাস্থ‍্য সম্পর্কিত চর্চা শুরু হয় বেশ কয়েকমাস আগে থেকেই। ট্রাম্পের হাতের কয়েকটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বাড়তে থাকে জল্পনা।
৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ‍্য সমস‍্যা নিয়েও জানতে চাওয়া হয় তাঁকে। আসলে আমেরিকার ট্রাম্পের স্বাস্থ‍্য সম্পর্কিত চর্চা শুরু হয় বেশ কয়েকমাস আগে থেকেই। ট্রাম্পের হাতের কয়েকটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বাড়তে থাকে জল্পনা।
advertisement
4/10
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিতে তার হাতে মেকআপ দিয়ে ঢাকা গভীর দাগ। পরে মেকআপ ছাড়া কয়েকটি ছবিও ভাইরাল হয়। সেখানে তাঁর হাতের কালো দাগ স্পষ্ট। প্রেসিডেন্টকে চলার সময় হালকা খোঁড়াতেও দেখা যায়। তাঁর ডান হাতে আঘাত এবং ফোলা গোড়ালিও ক‍্যামেরাবন্দি হয়েছে বেশ কয়েকবার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিতে তার হাতে মেকআপ দিয়ে ঢাকা গভীর দাগ। পরে মেকআপ ছাড়া কয়েকটি ছবিও ভাইরাল হয়। সেখানে তাঁর হাতের কালো দাগ স্পষ্ট। প্রেসিডেন্টকে চলার সময় হালকা খোঁড়াতেও দেখা যায়। তাঁর ডান হাতে আঘাত এবং ফোলা গোড়ালিও ক‍্যামেরাবন্দি হয়েছে বেশ কয়েকবার।
advertisement
5/10
স্বভাবতই প্রশ্ন ওঠে কী হয়েছে প্রেসিডেন্টের। মেকআপ দিয়ে লুকোছাপার চেষ্টাই বা কেন? গত জুলাই মাসে হোয়াইট হাউস একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে ডোনাল্ড ট্রাম্প ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি (CVI) দ্বারা আক্রান্ত হয়েছেন। স্বভাবতই প্রশ্ন ওঠে কী হয়েছে প্রেসিডেন্টের। মেকআপ দিয়ে লুকোছাপার চেষ্টাই বা কেন? গত জুলাই মাসে হোয়াইট হাউস একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে ডোনাল্ড ট্রাম্প ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি (CVI) দ্বারা আক্রান্ত হয়েছেন।
স্বভাবতই প্রশ্ন ওঠে কী হয়েছে প্রেসিডেন্টের। মেকআপ দিয়ে লুকোছাপার চেষ্টাই বা কেন? গত জুলাই মাসে হোয়াইট হাউস একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে ডোনাল্ড ট্রাম্প ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি (CVI) দ্বারা আক্রান্ত হয়েছেন।
advertisement
6/10
কটি মিডিয়া ব্রিফিংয়ে, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট গোড়ালিতে
একটি মিডিয়া ব্রিফিংয়ে, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট গোড়ালিতে "মৃদু ফোলা" লক্ষ্য করেই একটি চেক-আপ করিয়েছিলেন। তারপর জানা যায় ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি দ্বারা আক্রান্ত হয়েছেন।
advertisement
7/10
তবে ট্রাম্পের স্বাস্থ‍্য সমস‍্যা বিশেষ উদ্বেগের নয়, সাক্ষাত্‍কারে এমনটাই দাবি ভাইস প্রেসিডেন্টের। প্রেসিডেন্টের কাজের ভার নেওয়ার প্রশ্নের উত্তরে ভান্স বলেন, ‘‘রাতের সবশেষ ফোন কল থেকে তিনিই প্রথম ব‍্যক্তি যিনি সকালে প্রথম ফোন করেন।’’
তবে ট্রাম্পের স্বাস্থ‍্য সমস‍্যা বিশেষ উদ্বেগের নয়, সাক্ষাত্‍কারে এমনটাই দাবি ভাইস প্রেসিডেন্টের। প্রেসিডেন্টের কাজের ভার নেওয়ার প্রশ্নের উত্তরে ভান্স বলেন, ‘‘রাতের সবশেষ ফোন কল থেকে তিনিই প্রথম ব‍্যক্তি যিনি সকালে প্রথম ফোন করেন।’’
advertisement
8/10
ট্রাম্প ফিট জানিয়ে জেডি ভান্স বলেন, ‘‘যদি ভয়ানক ট্র্যাজেডি ঘটে। কিন্তু আমি খুব আত্মবিশ্বাসী যে প্রেসিডেন্ট ভাল অবস্থায় আছেন। তিনি তাঁর মেয়াদ নির্বিঘ্নেই শেষ করবেন এবং আমেরিকাবাসীর জন‍্য অসাধারণ কাজ করবেন। ঈশ্বর না করুন, একটি ভয়ানক ট্র্যাজেডি ঘটে, আমি গত ২০০ দিনে যা পেয়েছি তার চেয়ে ভাল চাকরিক্ষেত্রে প্রশিক্ষণ কল্পনা করতে পারি না।’’
ট্রাম্প ফিট জানিয়ে জেডি ভান্স বলেন, ‘‘যদি ভয়ানক ট্র্যাজেডি ঘটে। কিন্তু আমি খুব আত্মবিশ্বাসী যে প্রেসিডেন্ট ভাল অবস্থায় আছেন। তিনি তাঁর মেয়াদ নির্বিঘ্নেই শেষ করবেন এবং আমেরিকাবাসীর জন‍্য অসাধারণ কাজ করবেন। ঈশ্বর না করুন, একটি ভয়ানক ট্র্যাজেডি ঘটে, আমি গত ২০০ দিনে যা পেয়েছি তার চেয়ে ভাল চাকরিক্ষেত্রে প্রশিক্ষণ কল্পনা করতে পারি না।’’ 
advertisement
9/10
‘ট্রাম্প মৃত’, এই বাক‍্য ট্রেন্ডিং হওয়ার পেছনে আর একটি বড় কারণ হল ‘দ্য সিম্পসন্স’ নামক কমিকনের স্রষ্টা ম্যাট গ্রোনিংয়ের মন্তব্য। একটি রিপোর্ট অনুযায়ী, দীর্ঘকালীন অ্যানিমেটেড সিরিজের স্রষ্টা বলেছিলেন যে, ‘‘না, এর কোনও শেষ নেই। আমরা চালিয়ে যাব। আমরা চালিয়ে যাব যতক্ষণ না কেউ মারা যায়।’’
‘ট্রাম্প মৃত’, এই বাক‍্য ট্রেন্ডিং হওয়ার পেছনে আর একটি বড় কারণ হল ‘দ্য সিম্পসন্স’ নামক কমিকনের স্রষ্টা ম্যাট গ্রোনিংয়ের মন্তব্য। একটি রিপোর্ট অনুযায়ী, দীর্ঘকালীন অ্যানিমেটেড সিরিজের স্রষ্টা বলেছিলেন যে, ‘‘না, এর কোনও শেষ নেই। আমরা চালিয়ে যাব। আমরা চালিয়ে যাব যতক্ষণ না কেউ মারা যায়।’’
advertisement
10/10
তিনি তারপর একটি লাইন যোগ করেন যা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয়।
তিনি তারপর একটি লাইন যোগ করেন যা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয়। "যখন আপনি-জানেন-কে মারা যায়, দ্য সিম্পসন্স ভবিষ্যদ্বাণী করে যে রাস্তায় নাচ হবে। তবে প্রেসিডেন্ট (জেডি) ভান্স নাচ নিষিদ্ধ করবেন।" প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট সম্পর্কে ভুয়ো খবর এর আগেও বহুবার ছড়িয়েছে। 
advertisement
advertisement
advertisement