বহরমপুরে স্টেশনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একবার দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন প্রথমে যান হাজারদুয়ারিতে। পরে বহরমপুরের এক ক্যানসার কেয়ার ইউনিটের উদ্বোধন করলেন। সেখানেও মাননীয় বিচারপতিকে ফুল, মালা এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেখান থেকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্দ্রপ্রস্থে শহিদ ক্ষুদিরাম পাঠাগারের আর একটি শাখায়, গ্রন্থাগার উদ্বোধন করেন, এবং এলাকা পরিদর্শন করেন।
advertisement
আরও পড়ুন: ভিনরাজ্যে এই বিপুল জয় লোকসভায় বাংলার ৩৫ আসন পাওয়া মসৃণ করে দিল: সুকান্ত মজুমদার
মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্থানীয় বাসিন্দারা স্বচক্ষে দেখার উদ্দেশ্যে রাস্তায় ভিড় জমান। সেখানকার জনগণ মাননীয় বিচারপতিকে রাস্তায় ফুল ছিটিয়ে বরণ করে অভ্যর্থনা জ্ঞাপন করেন। এর মধ্যে জনগণের মধ্যে থেকে আওয়াজ ওঠে যুদ্ধে, ‘আপনি আমাদের ত্রাতা, আপনি আমাদের ভবিষৎ।’ এখানে ভিড় জমিয়ে ছিলেন যারা টেট দিয়েছেন সেই সব প্রাথীরা। তাঁদের দাবি, ‘যে ভাবে শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে, সেগুলো যেভাবে সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে , তাতে ভাল ছেলেমেয়েদের জীবনে ঘন কালো মেঘ দেখা দিয়েছে। আজ সেই সব প্রাথীরা হাতজোড় করে মাননীয় বিচারপতির কাছে প্রার্থনা জানাচ্ছেন। আপনি এই যুব সমাজকে আসার আলো দেখাতে পারেন।’
আরও পড়ুন: শীতে আর্থারাইটিসের সমস্যা বাড়ে, মরণ-ব্যথা কমাতে এই গোলাপি সরবতে চুমুক দিন
শুধু এখানে নয়, এর আগে কলকাতা বইমেলাতে সাহিত্যপ্রেমী ও বই পাগল মানুষেরা তাঁকে বইমেলায় দেখতে পেয়ে প্রণাম করে বলেছিলেন, “আপনি আমাদের ভগবান” । রবিবার মুর্শিদাবাদে এসে সেই পুনারাবৃত্তি দেখা গেল ইন্দ্রপ্রস্থে। সেখানে অনেককে অশ্রুসজল নয়নে বলতে শোনা গেল, “আপনি আমাদের ত্রাতা , আপনি আমাদের ভবিষৎ। আপনি থাকলে আইন ব্যবস্থা থাকবে এবং যাঁরা ভবিষতের আইনজীবী তাঁরা যাতে আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বাংলাকে দুর্নীতিমুক্ত করে।’
কৌশিক অধিকারী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F