সর্বোচ্চ আদালতের নির্দেশে এসএসসি অযোগ্য শিক্ষকদের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করার পরই যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে। এই প্রসঙ্গে যোগ্য চাকরিহারাদের মঞ্চের অন্যতম মুখ সুমন বিশ্বাস বলেন, অবিলম্বে যোগ্যদের চাকরি ফিরিয়ে এই কলঙ্ক থেকে মুক্ত করুন। পাশাপাশি তিনি এসএসসি ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কড়া ভাষায় সমালোচনা করেছেন। সেই সঙ্গে তালিকায় থাকা ১৮০৪ জন অযোগ্য শিক্ষকের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন। বলেছেন, যাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের নামটা এবার বলুন। সেই নেতাদের কলার চেপে ধরে নিজের টাকা আদায় করুন।
advertisement
আরও পড়ুন: বাংলায় কথা বলায় কাজ হারালেন শ্রমিকরা! ভাঙড়ে আক্রান্ত বাংলা, আঙুল অবাঙালি ম্যানেজারের দিকে
এসএসসি’র প্রকাশ করার তালিকা যোগ্য চাকরিহারাদের তরফ থেকে যে তালিকা অভ্যন্তরীণভাবে তৈরি হয়েছিল তার সঙ্গে প্রায় মিলে গেছে বলে সুমন বিশ্বাস আরও জানিয়েছেন। এই তালিকায় থাকা ১৮০৪ জনকে ১২ শতাংশ সুদ সহ এতদিন যত বেতন পেয়েছেন সবটাই ফেরত দিতে হবে। সর্বোচ্চ আদালতের এই নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সামাজিক বিপর্যয়ের কথাও উল্লেখ করেন। আর তা করতে গিয়েই এসএসসির উদ্দেশ্যে তোপ দেগে বলেন, ওরা রাতের অন্ধকারে ছাড়া কোনও কাজ করতে পারে না। তাই এই তালিকাও রাতের অন্ধকারেই প্রকাশ করল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়’কে ‘রেজিস্টার চোর’ বলে তীব্র কটাক্ষ করেন।
আরও পড়ুন: খামখেয়ালি আবহাওয়ার মার! পুজোর বায়নায় না প্রতিমা শিল্পীদের
এই পরিস্থিতিতে যোগ্য চাকরিহারা শিক্ষক কারা সেটা পরিষ্কার হয়ে যাওয়ার পরও কেন এসএসসি নতুন করে পরীক্ষা নিতে চলেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস। অবিলম্বে এই পরীক্ষা বাতিল করা বা পিছিয়ে দেওয়ার দাবি করেন তিনি। সেই সঙ্গে যোগ্য চাকরি হারাদের চাকরি ফিরিয়ে দিয়ে আর্থিক ও সামাজিক সম্মান দ্রুত পুনরুদ্ধারের আর্জি রেখেছেন। জানিয়েছেন আগামী এক সেপ্টেম্বর এসএসসি দফতর অভিযান হবে।