বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তদন্ত শুরু করে ও তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তির ঠিকানা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুল গ্রাম পঞ্চায়েতে লড়পুর গ্রামের এবং ওই ব্যক্তিটি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।
advertisement
আগামী ৭ই ও ১৪ই সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হতে চলা স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষাকে সন্ধিহান ও কলুষিত করা রুখতে সচেষ্ট প্রশাসন। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে আবেদন করা হয়েছে, এই রকম মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট সামাজিক না করতে, তা হলে আইনি ভাবে বিপদে পড়তে হতে পারে। কী কারণে ফেসবুকে যুবক এই ধরনের পোস্ট করেছে তা খতিয়ে দেখছে জেলা পুলিশের আধিকারিকেরা।