TRENDING:

SSC Exam: এসএসসি পরীক্ষার দুদিন আগেই ফেসবুকে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার কথা লিখে গ্রেফতার যুবক

Last Updated:

SSC Exam: জেলা পুলিশের নজরদারিতে একটি ফেসবুক পোস্ট নজরে আসে, যেখানে অরিন্দম পাল নামের এক ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের আসন্ন SLST পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর, পরীক্ষার দুদিন আগে পাইয়ে দেওয়ার কথা বলেছে। তারপরেই পদক্ষেপ পুলিশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুকান্ত চক্রবর্তী, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে ফেসবুকে পোস্ট করে গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। জেলা পুলিশের নজরদারিতে একটি ফেসবুক পোস্ট নজরে আসে, যেখানে অরিন্দম পাল নামের এক ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের আসন্ন SLST পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর, পরীক্ষার দুদিন আগে পাইয়ে দেওয়ার কথা বলেছে। উক্ত পোস্টটিতে ওই ব্যক্তি নিজেকে মুর্শিদাবাদের বলে দাবি করেন।
এসএসসি নিয়ে পোস্ট করে গ্রেফতার
এসএসসি নিয়ে পোস্ট করে গ্রেফতার
advertisement

আরও পড়ুন: পোশাক খোল না হলে… ঘরে ঢুকে ছেলের সামনে যুবতীকে বিবস্ত্র করে ভিডিও করল দুধ বিক্রেতা! ভাইরাল করার হুমকি

বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তদন্ত শুরু করে ও তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তির ঠিকানা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুল গ্রাম পঞ্চায়েতে লড়পুর গ্রামের এবং ওই ব্যক্তিটি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।

advertisement

আগামী ৭ই ও ১৪ই সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হতে চলা স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষাকে সন্ধিহান ও কলুষিত করা রুখতে সচেষ্ট প্রশাসন। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ব্যস্ত সময়ে কেন এত লেট করছে মেট্রো? আসল কারণ খুঁজে দিল মেট্রো ইউনিয়ন, জানা গেল সমাধানের উপায়ও

advertisement

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে আবেদন করা হয়েছে, এই রকম মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট সামাজিক না করতে, তা হলে আইনি ভাবে বিপদে পড়তে হতে পারে। কী কারণে ফেসবুকে যুবক এই ধরনের পোস্ট করেছে তা খতিয়ে দেখছে জেলা পুলিশের আধিকারিকেরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC Exam: এসএসসি পরীক্ষার দুদিন আগেই ফেসবুকে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার কথা লিখে গ্রেফতার যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল