নবকুমার রায়, কালনা: এসএসসি-র পরীক্ষা হলে ঢোকার সময় হাতের নোয়া খুলতে বলায় নোয়া না খুলে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেলেন পরীক্ষার্থী। সধবা মেয়ে সিঁদুর শাখা নোয়া কেন খুলবে, প্রশ্ন অভিভাবকদের।
advertisement
বিবাহিত মহিলা পরীক্ষার্থীদের দাবি নোয়া খুলব না, তাতে পরীক্ষা না দিতে দিলে দেব না। এমনই দাবি অনেকের। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, এরকম অভিযোগ তাদের কাছে আসেনি।
কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে আজ এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯৭ । নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখেনি প্রশাসন।
পরীক্ষার্থীদের জানানো হয়েছিল কোনও রকম ধাতবও জিনিস সঙ্গে করে আনা যাবে না, তাই বিবাহিত মেয়েদের হাতের পলা, নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ মানতে বলা হয় বলে অভিযোগ। কিন্তু একজন পরীক্ষার্থী হাতের নোয়া খুলতে নারাজ। তাই তিনি পরীক্ষা না দিয়ে, পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যান।