এসএসসি-র একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিষ্ণুপুর মহকুমা-তে মোট আটটি পরীক্ষা সেন্টার রয়েছে। বিষ্ণুপুরে রয়েছে পাঁচটি পরীক্ষা কেন্দ্র এবং সোনামুখীতে রয়েছে দুটি পরীক্ষা কেন্দ্র। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৫৮৯ জন। স্কুল সার্ভিস কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা। তাই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে থাকছে করা নিরাপত্তা।
advertisement
গত রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয় এবারের পরীক্ষাতেও রয়েছে চ্যালেঞ্জ নিবিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার। সকাল দশটার মধ্যে সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। স্বচ্ছ পেন এবং অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কিছু পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিতে পারবেন না। প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রেই থাকছে মেটাল ডিটেক্টর।
পাশাপাশি পুলিশ প্রশাসন ও স্কুল সার্ভিস কমিশনারের কাছে বড় চ্যালেঞ্জ রয়েছে যে সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে সেই পরীক্ষার্থীরা যাতে কোনও প্রকার এই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে। বিষ্ণুপুর মহকুমায় মোট ১২ জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে।
যে সমস্ত স্কুলগুলিতে পরীক্ষা কেন্দ্র পড়েছে এবং পরীক্ষার্থীর সংখ্যা। বিষ্ণুপুর হাই স্কুল ৪৮০ জন ৷ বিষ্ণুপুর কৃত্তিবাস মুখার্জি হাই স্কুল ৪২৩ জন৷ বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ৫০০ জন৷ কুসুমবনি যমুনা দাস খেমকা হাই স্কুল ৪৯০জন৷ বিষ্ণুপুর রামানন্দ কলেজ ৭০০ জন৷ সোনামুখী ডিজে হাই স্কুল ৩৯২ জন৷ সোনামুখী কলেজ ৬০৪ জন৷
একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বাঁকুড়া জেলায় মোট পরীক্ষাকেন্দ্র ২৫ টি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজারের বেশী। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ বোর্ড এবং স্বচ্ছ কলম নিয়ে প্রবেশ করতে পারবে পরীক্ষাকেন্দ্রগুলিতে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে স্কুল সার্ভিস কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নও রয়ে যাচ্ছে আদৌও কি স্বচ্ছ নিয়োগ হবে? নবম দশম শ্রেনীর শিক্ষক নিয়োগের পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে পরীক্ষা পদ্ধতিতে কোনও ত্রুটিও রাখতে নারাজ স্কুল সার্ভিস কমিশন। সব ধরনের বিষয় মাথায় রেখেই স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভাবমূর্তি পুনুরুদ্ধার এখন মূল লক্ষ্য এসএসসির।
এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষায় আজ জেলার ৩১টি কেন্দ্রে কড়া নিরাপত্তা পূর্ব মেদিনীপুরে। এগরা মহকুমায় ৪টি কেন্দ্র। গত রবিবার নির্বিঘ্নেই মিটেছে স্কুল সার্ভিস কমিশনের স্কুল লেভেল সিলেকশন টেস্টের(এসএলএসটি) নবম-দশমের নির্বাচন। গত রবিবারের মতোই আজ, রবিবার একাদশ- দ্বাদশের পরীক্ষাতেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত থাকছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। একাদশ-দ্বাদশে পূর্ব মেদিনীপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯,১৪৫জন। যাদের জন্য মোট পরীক্ষা কেন্দ্র থাকছে ৩১। তমলুক মহকুমায় থাকছে ১৪টি, হলদিয়া মহকুমায় ৫টি, কাঁথি মহকুমায় ৮টি এবং এগরা মহকুমায় থাকছে ৪টি পরীক্ষা কেন্দ্র। যার মধ্যে সবথেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা তমলুক মহাকুমার। তমলুক মহকুমার মোট পরীক্ষার্থী ৮৩১৫ জন। গত রবিবারের মতোই আজও পূর্ব মেদিনীপুর জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে মোতায়েন থাকবে প্রায় ৭০০- ৮০০ জন পুলিশ। যাদের মধ্যে প্রত্যেকেই ইন্সপেক্টর পদমর্যাদার। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে কিউআরটি। প্রয়োজনে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মুভমেন্ট করানো হবে। কোনও বিশৃঙ্খলা এড়াতে থাকবে সশস্ত্র পুলিশ।
বোলপুর কলেজে পড়েছে এসএসসি, পরীক্ষার সিট আর সকাল থেকেই বীরভূমের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা, ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সিট নাম্বার অনুযায়ী রুম এর রোল নাম্বার বাইরে দেওয়া হয়েছে। পুলিশে নিরাপত্তা ও চোখে পড়ার মতন। যদিও যত সময় বাড়বে তত পরীক্ষার্থীরা ভিড় হবে।