TRENDING:

Sports Meuseum In Mandarmani: আপনি কি স্পোর্টস লাভার, মন্দারমনির সমুদ্রে বেড়াতে এবার দেখে নিন স্পোর্টস মিউজিয়াম

Last Updated:

Sports Meuseum In Mandarmani: ক্রীড়া প্রেমী মানুষের জন্য সুখবর, স্পোর্টস মিউজিয়াম এবার মন্দারমনিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মন্দারমনি: বীরেন্দ্র সেহওয়াগ থেকে মহেন্দ্র সিং ধোনি বিখ্যাত ক্রিকেটার ও ফুটবলার এবং অ্যাথলিটদের জার্সি থেকে ব্লেজার সহ নানা কিছু দিয়েই তৈরি হল স্পোর্টস মিউজিয়াম মন্দারমনিতে। বাংলা ও বাঙালির সবচেয়ে প্রিয় সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্রের অন্যতম হল পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি। এবার সেই মন্দারমনিতে পর্যটকদের আকর্ষণের জন্য বেসরকারি উদ্যোগে তৈরি হল স্পোর্টস মিউজিয়াম।
স্পোর্টস মিউজিয়াম এর ছবি
স্পোর্টস মিউজিয়াম এর ছবি
advertisement

যা জেলার পর্যটন মানচিত্রে আগামীতে অন্য মাত্রা নিয়ে আসবে বলে মনে করছেন মিউজিয়াম কর্তৃপক্ষ।এপ্রিল মাসের শেষে বাঙালির জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায় পুরীর আদলে গড়ে ওঠা জগন্নাথ মন্দিরে দ্বার খুলে দেয়া হয়েছে। আর এক মাসের মধ্যেই জেলার আরও এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন্দারমনিতে বেসরকারি একটি সংস্থার উদ্যোগে গড়ে উঠল স্পোর্টস মিউজিয়াম। কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট’স ক্লাব ও লাক্সারি আমার ট্রি রিসোর্ট মন্দারমণির যৌথ উদ্যোগে, সৈকত শহর মন্দারমনিতে ‘স্পোর্টস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি’ গড়ে তোলা হল।

advertisement

আরও পড়ুন – Eggs Got Burnt: কপাল চাপড়ে হাহাকার, দোকানে রাখা হাজার ডিম আগুন লেগে জাস্ট পুড়ে গেল, শুধু এই নয় আরও ক্ষতি হল…

এই স্পোর্টস মিউজিয়ামে থাকছে, হেলমেট ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল তিনবারের আইপিএল চ্যাম্পিয়নশিপ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তার স্টিন্টের সময় ব্যবহার করেছিলেন। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুসেনারের অটোগ্রাফ করা জার্সি। অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারের ইন্ডিয়া জার্সি। প্রাক্তন শ্রীলঙ্কা ক্রিকেট দলের ক্যাপ্টেন তিলকরত্নে দিলশানের জার্সি।মাউন্ট এভারেস্টে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা, বচেন্দ্রী পালের স্বাক্ষরিত শার্ট। ফিফা বিশ্বকাপ ২০২২ গোল্ডেন গ্লাভস বিজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের স্বাক্ষরিত টি-শার্ট।আইপিএল-২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের সকল স্কোয়াড সদস্যদের স্বাক্ষরিত জার্সি।মহেন্দ্র সিং ধোনির জার্সি।

advertisement

এছাড়াও এই স্পোর্টস মিউজিয়ামে রয়েছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের একটি স্বাক্ষরিত ক্যাপ এবং জার্সি৷ প্রাক্তন ভারতীয় উইকেট-রক্ষক-ব্যাটার- ঋদ্ধিমান সাহার ব্যাটিং গ্লাভস। ভারতের শীর্ষস্থানীয় প্যারা-অ্যাথলেট দীপা মালিকের একটি অটোগ্রাফ ক্যাপ৷ কিংবদন্তি ভারতীয় অধিনায়ক, সুনীল গাভাস্কারের করা একটি বিশেষ ক্যাপ৷ কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামীর ১৯৬২ সালের জাকার্তা এশিয়ান গেমসে পরা অফিশিয়াল ব্লেজার। ভারতের জার্সি, হকি স্টিক এবং অলিম্পিক হকিতে স্বর্ণ বিজয়ী গুরবক্স সিং দ্বারা দান করা একটি বিশেষ স্মারক৷ বিশ্ব বিখ্যাত ফুটবলার পেলের একটি অটোগ্রাফ করা ছবি। জ্যোতির্ময়ী শিকদারের ১৯৯৫ সালের জাকার্তা এশিয়ান গেমসের জার্সি।বুলা চৌধুরীর ক্যাপ, তিনি ইংরেজি চ্যানেল ক্রস করার সময় পরেছিলেন। প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজির ভারতীয় দলের জার্সি। প্রাক্তন ফুটবলার দেবাশিষ মুখোপাধ্যায়ের ভারতের জার্সি।

advertisement

মন্দারমনিতে এই স্পোর্টস মিউজিয়ামটি চাউলখোলা বাসস্ট্যান্ড থেকে ‘লাক্সারি আমার ট্রি রিসর্ট’-এ অবস্থিত। বাসস্ট্যান্ড থেকে দূরত্ব ১৩ কিলোমিটার। রিসর্টের ভিতরেই রয়েছে মিউজ়িয়াম। প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে এই মিউজ়িয়াম। সাধারণ মানুষ বিনা পয়সায় এই মিউজ়িয়াম দেখতে পারবেন। উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনে এই মিউজিয়াম আরো বড় করে তোলার লক্ষ্য নিয়েছেন। সব মিলিয়ে এই পোর্টস মিউজিয়াম ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়াপ্রেমী মানুষজনদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sports Meuseum In Mandarmani: আপনি কি স্পোর্টস লাভার, মন্দারমনির সমুদ্রে বেড়াতে এবার দেখে নিন স্পোর্টস মিউজিয়াম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল