TRENDING:

কাটোয়ার একাধিক রেস্তোরাঁ ও দোকানে মিলল পচা মাংস! রয়েছে পচা মাছও

Last Updated:

কাটোয়ার একাধিক রেস্তোরাঁ ও দোকানে মিলল পচা মাংস! রয়েছে পচা মাছও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাটোয়া: ভাগাড়ের মাংস নিয়ে এখনও আতঙ্কে মানুষ ! একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে পচা মাংস। জেলায় জেলায় হোটেল রেস্তোরাঁ ও মাংসের দোকানে জারি রয়েছে পুর অভিযান।
advertisement

আজ সকালে কাটোয়ায় বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালায় কাটোয়া পুরসভা ও পুলিশ। মেলে রান্না করা পচা মাংস। উদ্ধার হয় পচা মাছও। এরপরই তালা ঝুলিয়ে দেওয়া হয় সেইসমস্ত হোটেলে । অভিযান চালান হয় মাংসের দোকানেও। সেখানেও মেলে প্রচুর পরিমাণে পচা মাংস। হোটেলে মালিকদের তলব করেছে পুরসভা।

এরআগে, শিলিগুড়ির কয়েকটি রেস্তোরাঁয় হানা দেয় পুরসভা। কাঁচামাল ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়। পুরসভার তরফে জানানো হয়েছে নিয়মিত এই ধরনের অভিযান চলবে।

advertisement

মাংসের নমুনা যাঁচাইয়ে অভিযান চালায় উলুবেড়িয়া পুরসভাও। পুরকর্মী ও আধিকারিকরা হানা দেন এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় । সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরাও।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিযানে নেমেছে বৈদ্যবাটী পুরসভাও। জিটি রোডের ধারে শেওড়াফুলির একাধিক রেস্তোরাঁয় চলে অভিযান। একটি রেস্তোরাঁ থেকে পচা বিরিয়ানি, চাউমিন ও বাসি মাংস উদ্ধার হওয়ায় সেটি সিল করে দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাটোয়ার একাধিক রেস্তোরাঁ ও দোকানে মিলল পচা মাংস! রয়েছে পচা মাছও