পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমায় রয়েছে আসানসোল আনন্দম স্কুল। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করে। স্কুলের মধ্যে রয়েছে শতাধিক ছাত্রছাত্রী। তাদের সুশিক্ষায় পারদর্শী করে তোলা হচ্ছে।
আরও পড়ুন: রাখিতে অপারেশন সিঁদুর! বিশেষভাবে সক্ষমদের চমক
রবিবার সেই স্কুলের ৩৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের পাশাপাশি একটি আর্ট এবং ক্রাফট প্রদর্শনীর আয়োজন করা হয়। কী ছিল না সেই প্রদর্শনীতে। ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরি ফুলদানি, মহিলাদের জন্য ব্যাগ, কানের দুল থেকে শুরু করে বিভিন্ন বাড়ি সাজানোর জিনিস পত্র, পটচিত্র থেকে শুরু করে আরও অনেক কিছু।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলের সম্পাদক সোমনাথ ব্যানার্জি জানান, বিশেষভাবে সক্ষম এই ছাত্রছাত্রীদের সহযোগিতা করা উচিত। না হলে এরা সমাজে পিছিয়ে পড়বে। যাতে এই ছাত্র-ছাত্রীরা সমাজের মূল স্রোতে থাকতে পারে তার জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল ৪০ এর বেশি ছাত্রছাত্রী।





