TRENDING:

Nadia News: শরীরের একাংশ অকেজো! তবুও সন্তান এল সুস্থভাবে, পক্ষাঘাত আক্রান্ত প্রসুতি সফল প্রসব, বড় সাফল‍্য এই হাসপাতালের

Last Updated:

মেডিক‍্যাল টিম গঠিত করে শুরু হয় তার চিকিৎসা। এরপর সফল ভাবে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই গৃহবধূ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, মৈনাক দেবনাথ: অন্তঃসত্তা গৃহবধূর শরীরের একাংশ অকেজো, জরুরী পরিস্থিতিতে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করিয়ে আবারও সাফল্যের নজির সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালের মানবিকতায় পুত্র সন্তান লাভ করলেন পক্ষাঘাত আক্রান্ত মা। প্রসব যন্ত্রণায় ছটফট করলেও স্বামী প্রতিবন্ধী হওয়ায় দিশাহীন হয়ে পড়ে পরিবার। তৎক্ষণাত্মক সরকারি হাসপাতালে এসে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দক্ষতাতেই প্রসব হয় পুত্র সন্তান।
বর্তমানে সুস্থ রয়েছেন মা ও সন্তান
বর্তমানে সুস্থ রয়েছেন মা ও সন্তান
advertisement

নদিয়ার শান্তিপুর বাগআঁচড়া এলাকার বাসিন্দা সন্তু সাঁতরা তিনি একজন বিশেষভাবে সক্ষম, তার স্ত্রী গঙ্গা মণ্ডলও প্রতিবন্ধী। গত দুদিন আগে বাড়িতেই প্রসব যন্ত্রণায় ছটফট করে গৃহবধূ গঙ্গা মণ্ডল, তৎক্ষণিক সময়ে স্ত্রীকে কোথায় নিয়ে যাবেন বুঝে উঠতে পারছিলেন না প্রতিবন্ধী স্বামী সন্তু সাঁতরা। ছুটে আসেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার পবিত্র ব্যাপারী। সঙ্গে সঙ্গেই ভর্তি করে নেন ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে, এরপর মেডিকেল টিম গঠিত করে শুরু হয় তার চিকিৎসা। এরপর সফল ভাবে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে পুত্র সন্তান লাভ করে ওই গৃহবধূ।

advertisement

আরও পড়ুন: যাকে ভাবতেন ভাইঝির মতো, তাঁর সঙ্গেই পর্দায় রোম‍্যান্স করেন সুপারস্টার! বক্স অফিসে ঝড় তোলে ছবি, নায়ক-নায়িকা কারা চিনতে পারছেন?

স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের অতি সক্রিয়তায় খুশি গৃহবধূ গঙ্গা মণ্ডল ও তার স্বামী সন্তু সাঁতরা। এ প্রসঙ্গে চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, স্বামী স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হওয়ার কারণে খুবই সমস্যায় পড়েছিলেন তারা, অন্যত্র স্থানান্তর করলে হয়রানির শিকার হতে হত তাদের। অস্ত্রোপচারে একটু ঝুঁকিপূর্ণ থাকলেও এখন মা ও পুত্র সন্তান দুজনেই সুস্থ রয়েছে।

advertisement

আরও পড়ুন: স্নান করতে গিয়ে এতক্ষণ কী করছে মেয়ে? দরজা ভাঙতেই দৃশ‍্য দেখে শিউরে উঠলেন মা! আপনিও করছেন না তো স্নান করতে গিয়ে এই মারাত্মক ভুল? হতে পারে মৃত‍্যুও

শুধু তাই নয়, পরবর্তীতে মা ও সন্তানের চিকিৎসার ক্ষেত্রে সবসময় পাশে থাকবেন বলে জানিয়েছেন চিকিৎসক। উল্লেখ্য নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এর আগেও একাধিক জটিল অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়েছে অনেক প্রান্তিক মানুষদের, আবারও এক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্ত্রপ্রচার করে মুখে হাসি ফোটালো পরিবারের। এখন পুত্র সন্তান লাভ করার পর চওড়া হাসি মায়ের মুখে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: শরীরের একাংশ অকেজো! তবুও সন্তান এল সুস্থভাবে, পক্ষাঘাত আক্রান্ত প্রসুতি সফল প্রসব, বড় সাফল‍্য এই হাসপাতালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল